নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২৬ শে মে :অবশেষে হাওড়ার বাড়ি ফিরলো এভারেস্ট জয়ী কুন্তল কাড়ারের কফিন বন্দি মৃতদেহ । চোখের জলে শেষ বিদায় দিতে উপচে পরা ভীড় অন্নপূর্ণা ক্লাব প্রাঙ্গণে । ছিলেন মন্ত্রী অরূপ রায় ও লক্ষী রতন শুক্লা । গতকালই কাটমন্দু থেকে কলকাতায় নিয়ে আসা হয় তার দেহ । রাতে রাখা ছিল পিশ হেবেনে । রবিবার সকালে সেখান থেকে প্রথমে হাওড়া মাউন টেনার অ্যাসোসিয়েশন ও তার পরে তার বাড়িতে নিয়ে আসা হয় তার মরদেহ ।
হাওড়ার বাড়ি ফিরলো এভারেস্ট জয়ী কুন্তল কাড়ারের কফিন বন্দি মৃতদেহ
হাওড়ার বাড়ি ফিরলো এভারেস্ট জয়ী কুন্তল কাড়ারের কফিন বন্দি মৃতদেহ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram