হাওড়ার রাস্তা পরিষ্কার হল স্প্রিংকলার দিয়ে

হাওড়ার রাস্তা পরিষ্কার হল স্প্রিংকলার দিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়ার রাস্তা পরিষ্কার হল স্প্রিংকলার দিয়ে। স্প্রিংকলার গাড়ি নামিয়ে ধোয়া হলো হাওড়ার রাস্তা। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে ফোরশোর রোড হাজির ছিলেন প্রশাসনের আধিকারিকরা। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। হাওড়ার দিক থেকে নবান্নে আসার রাস্তা কেন জল দিয়ে ধোয়া হয় না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সেই অসন্তোষের পরই নড়েচড়ে বসলো হাওড়া পুরনিগম।

 

মঙ্গলবার দুপুর থেকেই তারা কাজে নামলো। এদিনই ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে ভিজিট করেন প্রশাসনের আধিকারিকরা। ছিলেন ডিএম, সিপি, পুরসভার মুখ্য প্রশাসক থেকে শুরু করে বিভাগীয় আধিকারিকরা। এদিনই দমকল ও পুরসভার তরফ থেকে জল ছড়িয়ে রাস্তা সাফাইয়ের কাজও শুরু হয়। দমকলের তরফে হাওড়া ফায়ার স্টেশনের আধিকারিক সোমনাথ প্রামাণিক হাজির ছিলেন।

 

ফোরশোর রোডেও ভিজিট করেন প্রশাসনের কর্মকর্তারা। ধূলিকণা যাতে বাতাসে না মেশে তারজন্য রাজধানী দিল্লির ধাঁচে রাস্তায় জল ছিটানোর জন্য হাওড়া পুরসভা এনেছে চারটি স্প্রিংকলার গাড়ি। ব্যয় হয়েছে প্রায় ৮৮ লক্ষ টাকা। রাস্তায় জল ছিটানোর জন্য রাস্তায় দিনের বিভিন্ন সময়ে জল ছড়ানোর কাজ করবে গাড়িগুলো। ধুলোবালি, নোংরার সমস্যার হাত থেকে শহরকে রক্ষা করতেই এই ব্যবস্থা। প্রসঙ্গত ধূলিকণা যাতে বাতাসে না মেশে তারজন্য রাজধানী দিল্লিতেও এই ব্যবস্থা চালু রয়েছে। গাড়িগুলো এতদিন মোটর ভেহিকেলসের রেজিস্ট্রেশনের অপেক্ষায় ছিল। শহরের রাস্তায় এবার পুরোদমে নামানো হবে।

 

এদিন গাড়িগুলো আনুষ্ঠানিকভাবে কাজে নামানো হয়। হাওড়া পুরসভার মুখ্য প্রসাশক সুজয় চক্রবর্তী বলেন, রাস্তায় জল দিয়ে ধোবার জন‍্য বেশ কিছু গাড়ি কেনা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম মোটর ভেহিকেল এর অনুমোদনের জন‍্য। গাড়িগুলো আমরা আজকে রাস্তায় লঞ্চ করলাম। রাস্তা কিভাবে ধোয়া হবে পরিস্কার হবে সেই ব‍্যাপারে আজ ট্রায়াল হিসাবে আমরা নামিয়েছি।

 

এরপর আমরা মেন রাস্তা সহ গোটা হাওড়া জুড়ে এই কাজ করবো। আজকে আমরা ফোরশোর রোড, ডেনেজ ক‍্যানেল রোড, বেনারস রোড, পঞ্চাননতলা রোড পরিদর্শন করলাম। হ‍্যালিপ‍্যাড নিয়ে সুজয়বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা বহুদিনের একটা প্রোজেক্ট। ওখানে একটা প্রোজেক্ট চলছে। হিডকোর অধীনে ওই কাজ হচ্ছে। ওই জায়গাটা আমরা আগেও একবার পরিদর্শন করেছি। এবার আমরা জেলা প্রসাশন একবার ঘুরে দেখলাম। কাজ কিভাবে এগোচ্ছে এবং কতটা হয়েছে সেটা দেখলাম। এই জায়গাটা জাষ্ট রুটিন পরিদর্শন করলাম। রাস্তায় জল দেওয়া প্রতিদিন হবে কিনা সেই ব‍্যাপারে তিনি পরে জানাবেন বলে সাংবাদিকদের জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top