হাওড়ায় নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ আইএনটিটিইউসি’র। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদে হাওড়ায় নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি’র কর্মীরা। ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশের পরিবর্তে ৮.১ শতাংশ ঘোষণার প্রতিবাদেই এদিন পথে নামে আইএনটিটিইউসি। বুধবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার।
প্রভিডেন্ড ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার বিরুদ্ধে এদিন দুপুর ১টায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিবাদ মিছিল হয় হাওড়ায়। এদিন দুপুরে বঙ্কিম সেতুর নিচে থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে শাসকদলের ট্রেড ইউনিয়ন সংগঠন। এরপর হাওড়া ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। এদিন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার জানান, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মানুষকে চার রাজ্যের নির্বাচনে ছলচাতুরি করে জিতে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করেছে।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নির্দেশে হাওড়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এদিন প্রতিবাদে নেমেছে। এই প্রতিবাদে সামিল হন প্রায় ১০ হাজার মানুষ। এই আন্দোলন বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। এটা ৩৭ কোটি পিএফের আওতাভুক্ত মানুষের জন্য লড়াই। যারা প্রভিডেন্ড ফান্ডের ইন্টারেস্টে নিজেদের পরিবার চালান তাদের জন্য এই লড়াই। এদিনের এই মিছিল হাওড়া ময়দান ফ্লাইওভার থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে সম্পন্ন হয়। এই লড়াই মানুষের রুটি রুজির লড়াই।
যারা পিএফের ইন্টারেস্টের উপর দাঁড়িয়ে, এই আয়ে নির্ভর করেন তাঁদের জন্যই এই লড়াই। এই লড়াই ৩৭ কোটি মানুষের লড়াই। এ লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। প্রসঙ্গতঃ ইপিএফের সুদের হার কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্তরা। ইতিমধ্যেই ইপিএফও-র তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের জন্য সুদের হার কমানো হচ্ছে। ৮.৫ শতাংশ থেকে সুদের হার কমিয়ে করা হচ্ছে ৮.১ শতাংশ। যা গত ১০ বছরে সর্বনিম্ন সুদের হার বলে জানা গেছে। এবার এরই প্রতিবাদে মোদী সরকারের কাছে এর জবাব চেয়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল ট্রেড ইউনিয়ন।