হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিল জনসমুদ্রের আকার নিয়েছে, দাবি অরূপ রায়ের। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিল জনসমুদ্রের আকার নিয়েছে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে এই মহামিছিল হয়। এদিকে, টেট পরীক্ষার দিন মিছিলের জন্য ওই রাস্তায় ট্রাফিক ব্যবস্থা অচল হয়ে পড়েছিল বলে অভিযোগ তুলেছে ভাজপা। রাজ্যের উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে রবিবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়।
শিবপুর ব্যাতাইতলা থেকে ওই মহামিছিল শুরু হয়। মিছিল যায় হাওড়া ময়দান পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক নন্দিতা চৌধুরী, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ওই মহামিছিল প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানান, এটা শুধু একটা মিছিল নয়। এটা জনসমুদ্রে পরিণত হয়েছে।
রাজ্যের প্রতি কেন্দ্রের নানা বৈষম্যমূলক ভাবনা, রাজ্যের প্রতি কেন্দ্রের ষড়যন্ত্র ও বঞ্চনার জন্যই এদিন এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরাই জিতব। পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য হবে। আর হাওড়া পুরসভা নির্বাচনেও আমরা বিপুলভাবে জয়লাভ করব। অন্যদিকে, টেট পরীক্ষার দিন এই মিছিল নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ভাজপা।
আরও পড়ুন – বালুরঘাটে ডাঙ্গাগ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার
ভাজপা’র রাজ্য নেতা উমেশ রাই জানান, টেট পরীক্ষা শেষ হবার আগেই হাওড়ার ব্যাতাইতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিলের জন্য ওই সম্পূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে যায়। ব্যাতাইতলা থেকে আসার সমস্ত গাড়ি ঘুরিয়ে দেয় পুলিশ। এর ফলে টেট পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন। এটা তৃণমূলের একটি অসংবেদনশীল কার্যকলাপ। বড় বড় নেতা যারা পদে বসে আছেন তাঁরা নানা বড় বড় কথা বলেন। এই ঘটনা তাঁদের দুমুখো চরিত্রের প্রমাণ দেয় বলে তিনি এদিন অভিযোগ তোলেন।