নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে হাওড়া যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে

নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে হাওড়া যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে হাওড়া যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার কে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই তা আরো একবার প্রমাণিত হলো।এর আগে দেখা যেত কাশ্মীরে এভাবে নেতাদেরকে হাউস আররেস্ট করা হতো। দুর্ভাগ্যবশত এখন পশ্চিমবঙ্গে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে যখন হাওড়ার উদ্দেশে রওনা দিচ্ছিলাম তখন লোকাল থানার IC এবং DCP এসে জানান যে, আপনি যেতে পারবেন না।

 

আমরা যখন জিজ্ঞাসা করি কি অর্ডার আছে আপনাদের কাছে যে আমরা যেতে পারবোনা, তখন সেটা দেখাতে তারা অস্বীকার করেন। বলতে পারেন এই মুহূর্তের আমাকে আনঅফিসিয়ালি হাউস আররেস্ট করা হয়েছে। ওপরমহলে জানানো হয়েছে নাকি এই বিষয়ে তিনি জানান, অবশ্যই বিভিন্ন স্তরে কথা বলছি। সম্মানীও রাজ্যপালকেও মেসেজ দিয়েছি।

 

ওনাকে হোয়াটস্যাপ এ লিখে পাঠিয়েছি। কাল হাওড়া তে উন্মত জনতা আমাদের পার্টি অফিস কে পুলিশের সামনে জ্বালিয়ে দিয়েছে, অনেক খরচা করে সেটা বানানো হয়েছিল। কিন্তু পুলিশ নির্বিকারে সেখানে দাঁড়িয়ে ছিল। পুলিশের ক্ষমতা ছিলোনা সেখানে কিছু করার।পুলিশ এর সেই ক্ষমতা নেই, অভ্যস্ত ই নয় পুলিশ এরকম দাঙ্গা সামলাতে।রাজ্য সরকারের উচিত কেন্দ্র সরকারের থেকে ফোর্স চাওয়া। পুলিশ অপারক, এর আগেও পুলিশকে পেটানো হয়েছে, কিন্তু সাতজন পুলিশ কর্মী আহত হয়েছে এমনও ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ নির্বিকারে দাঁড়িয়ে থাকে। এরকম অপদার্থ প্রশাসন আমরা আগে কখনো দেখিনি।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের 22 জন ছাত্র-ছাত্রী

উল্লেখ্য, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই তা আরো একবার প্রমাণিত হলো।এর আগে দেখা যেত কাশ্মীরে এভাবে নেতাদেরকে হাউস আররেস্ট করা হতো। দুর্ভাগ্যবশত এখন পশ্চিমবঙ্গে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে যখন হাওড়ার উদ্দেশে রওনা দিচ্ছিলাম তখন লোকাল থানার IC এবং DCP এসে জানান যে, আপনি যেতে পারবেন না।

 

আমরা যখন জিজ্ঞাসা করি কি অর্ডার আছে আপনাদের কাছে যে আমরা যেতে পারবোনা, তখন সেটা দেখাতে তারা অস্বীকার করেন। বলতে পারেন এই মুহূর্তের আমাকে আনঅফিসিয়ালি হাউস আররেস্ট করা হয়েছে। ওপরমহলে জানানো হয়েছে নাকি এই বিষয়ে তিনি জানান, অবশ্যই বিভিন্ন স্তরে কথা বলছি। সম্মানীও রাজ্যপালকেও মেসেজ দিয়েছি।ওনাকে হোয়াটস্যাপ এ লিখে পাঠিয়েছি। কাল হাওড়া তে উন্মত জনতা আমাদের পার্টি অফিস কে পুলিশের সামনে জ্বালিয়ে দিয়েছে, অনেক খরচা করে সেটা বানানো হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top