হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ১

হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হাওড়া

হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ১। হাওড়া স্টেশনের পুরানো বিল্ডিং-এর ১০/১১ নম্বর প্লাটফর্ম থেকে দশ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করলো কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।

 

আসন্ন প্রজাতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে আরপিরফের আধিকারিক এবং কর্মীরা হাওড়া রেলওয়ে স্টেশনের পুরানো কমপ্লেক্সে বিশেষ নিরাপত্তা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। গতকাল রাত ১২:৩০ নাগাদ রাউন্ড দেওয়ার সময় বাদামী রঙের ব্যাকপ্যাক সমেত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে রেল পুলিশ। ওই ব্যক্তি হাওড়া রেলওয়ে স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১০ নম্বর গেট দিয়ে সন্দেহজনকভাবে প্রবেশ করছে। তাদের সন্দেহ হতেই ব্যাগেজ স্ক্যানার মেশিনের মাধ্যমে তার ব্যাগ চেক করে হয়।

 

চেকিংয়ে ব্যাগেজ স্ক্যানারের মনিটরে কিছু নগদ টাকার মতো দেখতে পান তারা। এরপরই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাকে আটক করে এবং তার ব্যাক প্যাকটি খুলতে বলে। ব্যাগের ভিতরে কি আছে তা দেখাতে অনুরোধ করে। তখন উক্ত ব্যক্তি ঘাবড়ে যায় এবং অন্য কোন উপায় না পেয়ে ব্যাগ প্যাক নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু রেল পুলিশের তৎপরতায় তৎক্ষণাৎ তাকে ধাওয়া করে এবং আটক করে।

 

আর ও পড়ুন    বাল্যবিবাহ রুখতে গিয়ে হেনস্তার মুখে আধিকারিকরা

 

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায় তার ব্যাগে নগদ টাকা রয়েছে। ব্যাগের ভিতর দশ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার হয় তার ব্যাগ থেকে। ওই টাকার কোনো পর্যাপ্ত প্রমান দেখাতে না পারার জন্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় রেল পুলিশ। কোনো সদুত্তর না মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে পরবর্তীতে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

 

রেল পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম রাজীব মুখার্জী (46)। তার পিতার নাম প্রয়াত গুরুপদ মুখার্জী, বাড়ি সাগড়ভাগা কলোনি, পশ্চিম বর্ধমানে। বেশিরভাগ ৫০০ টাকা ও কিছু ১০০ টাকা মূল্যে মোট দশ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করে হাওড়া স্টেশনের আরপিএফ।

 

উল্লেখ্য, হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার ১। হাওড়া স্টেশনের পুরানো বিল্ডিং-এর ১০/১১ নম্বর প্লাটফর্ম থেকে দশ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করলো কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করে রেল পুলিশ। তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। আসন্ন প্রজাতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে আরপিরফের আধিকারিক এবং কর্মীরা হাওড়া রেলওয়ে স্টেশনের পুরানো কমপ্লেক্সে বিশেষ নিরাপত্তা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন।

 

গতকাল রাত ১২:৩০ নাগাদ রাউন্ড দেওয়ার সময় বাদামী রঙের ব্যাকপ্যাক সমেত এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে রেল পুলিশ। ওই ব্যক্তি হাওড়া রেলওয়ে স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১০ নম্বর গেট দিয়ে সন্দেহজনকভাবে প্রবেশ করছে। তাদের সন্দেহ হতেই ব্যাগেজ স্ক্যানার মেশিনের মাধ্যমে তার ব্যাগ চেক করে হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top