হাজার হাজার মানুষের শোভাযাত্রায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ কালী প্রতিমার নিরঞ্জন হল। মালদহ জেলা তথা উত্তরবঙ্গের বৃহত্তম কালী প্রতিমার বিরাট শোভাযাত্রা সহকারে নিরঞ্জন হল সোমবার সন্ধ্যায়। হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এই নিরঞ্জন শোভাযাত্রায়। মালদহ জেলার ঐতিহ্যবাহী কালীপুজো গুলোর মধ্যে অন্যতম হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি বাজার সার্বজনীন কালীপুজো।
যা উত্তরবঙ্গের বৃহত্তম জায়গায় করে নিয়েছে।এই প্রতিমা দর্শন করতে ও পুজো দিতে জেলা ছাড়াও বিভিন্ন পাশ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খন্ড থেকেও বহু ভক্তরা আসেন। বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রায় ৪২ ফুটের। এই কালী দক্ষিণা কালী নামে পরিচিত। পুজা কমিটি সম্পাদক পীযূষ মন্ডল জানান,বুলবুলচন্ডি সার্বজনীন বাজার পূজা এবারে ৭৪ তম। এই কালী পূজা উপলক্ষে ১৩ দিন ধরে চলে মেলা। দূর দূরান্ত থেকে ছোট থেকে বড় বহু সংখ্যক দর্শনার্থীরা ভিড় জমান এই মায়ের মন্দিরে।এতো বড় প্রতিমা কাঠামোর উপরে মূর্তি তৈরি করা হয়।এই মায়ের মূর্তির কাঠামোর নীচে কোন চাকা লাগানো থাকে না।
আরও পড়ুন – অভিষেকের জন্মদিনে বাড়ির সামনে উপচে পড়া ভীড়, হাসি মুখে মেটালেন অনুগামীদের আবদার
বাঁশের উপর রেখে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এক কিলোমিটার মিটার দূরে একটি জলাশয়ে প্রতিমার নিরঞ্জন হয়। শোভাযাত্রা সহকারে ঢাকঢোল বাজিয়ে মায়ের নিরঞ্জন করা হয়। এদিন এই প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় হাজার হাজার পুরনার্থি অংশগ্রহণ করেন। এছাড়াও রাস্তার দু’ধারে এই বিসর্জন শোভাযাত্রা ্ দেখতে ভিড় জমান বহু দর্শনার্থী।এই প্রতিমার নিরঞ্জন ঘিরে প্রশাসনের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো।