নিজস্ব সংবাদদাতা,হাড়োয়া,৩১ শে জুলাই :হাড়োয়ার বিডিওর নির্দেশে প্রশাসনের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লক এর হাড়োয়া ব্রিজ এর বিদ্যাধরী নদী সংলগ্ন স্থানে প্রায় আড়াইশো টি বেআইনি দোকান উচ্ছেদ করল প্রশাসন। আজ বুধবার সকাল ১১ টা থেকে হাড়োয়া থানা পুলিশকে নিয়ে সঙ্গে বিডিও আধিকারিকরা যৌথভাবে যেসব বেআইনি দোকান বিদ্যাধরী নদী লাগোয়া পাড় দখল করেছিল সেই সব দোকানগুলো উচ্ছেদ করল যত্রতত্র হঠাত্ কেউ ৩ বছর ১ বছর আবার কেউ ১০ বছর নদীর পাড়ের জমি দখল করে বিভিন্ন রকমের দোকান করে পসরা সাজিয়ে বসে ছিল সেইসব দোকানগুলো সেচ দপ্তরের নির্দেশ হাড়োয়া বিডি ও দীপঙ্করের নেতৃত্বে উচ্ছেদ করলো হাড়োয়ার প্রশাসন। ভবিষ্যতে হাড়োয়ার ব্রিজ ক্ষতিগ্রস্থ হতে পারে আগামী দিনে,, পাশাপাশি বিদ্যাধরী নদীর নাব্যতা কমে যেতে পারে,, সেচ দপ্তর নড়েচড়ে বসে বিডিও কে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী হাড়োয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই দোকানগুলো উচ্ছেদ করা হলো ।এর ফলে এইসব দোকানদারদের জীবিকা ও কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পরল। পাশাপাশি এটাও ঠিক প্রকৃতির ভারসাম্য বজায় রাখা ও হাড়োয়া ব্রিজ যাতে আগামী দিনে ক্ষতিগ্রস্ত না হয়। সেটাও লক্ষ্য রাখা। আর নদীকে বাঁচানোর চেষ্টা ।তার জন্য এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর।
হাড়োয়ায় বেআইনি দোকান উচ্ছেদ প্রশাসনের
হাড়োয়ায় বেআইনি দোকান উচ্ছেদ প্রশাসনের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram