নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি, হাতির তান্ডবে নষ্ট বিঘার পর বিঘা আলু জমি, যার৷ জেরে ছোটো আলুই বিক্রি করতে তোড়জোড় আলুচাষীদের। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ৭০-৮০ টি হাতির একটি পাল মানিকপাড়া এলাকা থেকে কংসাবতী নদী পেরিয়ে গতকাল রাত্রে পৌঁছে যায় মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায়। ঐ রাতেই বিঘার পর বিঘা আলু জমি নষ্ট হলো হাতির তান্ডবে। মনিদহ গ্রাম পঞ্চায়েতের দুর্বাচটি, ফরিদচক সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যাপক আলু জমি। ফরিদচকের বাসিন্দা নাথুর দোলই বলেন, আড়াই বিঘার আলু জমির মধ্যে দু বিঘা ক্ষতি করেছে। দুর্বাচটির বাসিন্দা সঞ্জয় দন্ডপাট বলেন, “পাঁচ বিঘা আলু জমি নষ্ট করেছে। ছোট ছোট আলুই বিক্রি করতে বাধ্য হচ্ছি, না হলে হাতি কিছু রাখবে না। অনেক টাকা ঋণ করে আলু চাষ করেছি। হাতি যে ক্ষতি করেছে তাতে বিষ কেনারও পয়সা থাকবে না।”
বনদপ্তরের দেখাও মেলেনি বলে অভিযোগ কৃষকদের। হাতির তান্ডব থেকে বাঁচতে তাড়াহুড়ো করে ছোট আলুই বিক্রি করতে পরিবারের সকলকে নিয়ে জমিতেই খাওয়া দাওয়া সেরে আলু তুলতে ব্যস্ত। কমদামেই আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে জানান কৃষকরা।