হাতির দলের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হল জামবনি ব্লক এর সিজুয়া গ্রাম

হাতির দলের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হল জামবনি ব্লক এর সিজুয়া গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাতির দলের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হল জামবনি ব্লক এর সিজুয়া গ্রাম। শুক্রবার ভোররাতে হাতির দল আচমকাই ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর বন দপ্তরের ভালুকা বিট এর অন্তর্গত সিজুয়া গ্রামে। যখন গ্রামবাসীরা ঘুমে আচ্ছন্ন রয়েছেন সেই সময় প্রায় 70 থেকে 80 টি হাতি আচমকা সিজুয়া গ্রামে ঢুকে পড়ে। হাতির গর্জনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। হাতির দল দেখে দিশেহারা হয়ে পড়েন গ্রামবাসীরা। হাতির হামলার হাত থেকে নিজেদের রক্ষা করতে গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এরপর হাতির দলটি খাবারের সন্ধানে একের পর এক বাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায়।

 

যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিজুয়া গ্রামের ধনঞ্জয় হেমব্রম, নিবারণ নায়েক বলেন হাতির দল আমাদের সব শেষ করে দিয়েছে। ঘরবাড়ি ভেঙে ধ্বংস করে দিয়েছে। মাটির বাড়ির পাশাপাশি পাকা বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে । বাড়িতে থাকা ধান চাল খেয়ে তাণ্ডবলীলা চালিয়েছে। হাতির তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিজুয়া গ্রাম। গ্রামবাসীরা বন দফরর কে বিষয়টি জানানোর পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তর এর আধিকারিকরা। সেইসঙ্গে হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টির সদস্যরা । কিন্তু যেভাবে হাতির দল তাণ্ডব চালিয়েছে তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না । যার ফলে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে।

আরও পড়ুন – প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম দশে দক্ষিণ দিনাজপুর জেলার ৯ জন ছাত্র ছাত্রী

ঘটনাস্থলে গিয়ে শুক্রবার ভোরে হাতির দলটিকে বন দফতরের কর্মীরা কোনক্রমে ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যায়। যেভাবে প্রতিদিন হাতির হামলার ঘটনা বাড়ছে তাতেই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা । তাদের চোখে ঘুম নেই ,মনে শান্তি নেই। কিভাবে হাতির হামলার হাত থেকে রক্ষা পাবে তা নিয়ে তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন। যেভাবে শুক্রবার ভোররাতে সিজুয়া গ্রাম জুড়ে হাতির দল তাণ্ডবলীলা চালিয়েছে তা দেখে আতংকের মধ্যে রয়েছেন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে যাদের ঘরবাড়ির ক্ষতি হয়েছে হাতির দল তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম ব্লকের কলাবনি এলাকায় একটি আটা মিলে ঢুকে তাণ্ডব চালায় হাতি। যার ফলে ওই মিলে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা গিয়ে একটি হস্তিশাবক ও তার মাকে ওই মিল থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। এছাড়াও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল । যার ফলে ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির হামলার ঘটনা ক্রমশ বাড়ছে ।তাই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রাম গুলির বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top