ভাঙড়ের হাতিশালয় মর্মান্তিক পথ দুর্ঘটনা। আহত চার। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার এক। মঙ্গলবার সকালে হাতিশালা সিক্সলেনে মিক্সার ডাম্পারের পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি ফোর হুইলার। একটি ইঞ্জিন ভ্যান ও বাইকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে।
ঘটনায় বাইক আরোহি গুরুতর আহত। তাকে কলকায় রেফার করেছে জিরানগাছা হসপিটালের চিকিৎসকরা। আহত ব্যাক্তির নাম রইফ মোল্লা। বাড়ি ভাঙড়ের কৃষ্ণমাটিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর একটি বেসরকারি কোম্পানির অফিসাররা সল্টলেক থেকে উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাচ্ছিলেন। সেই সময় হাতিশালা সিক্সলেনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক,পরে ইঞ্জিন ভ্যান এবং শেষে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
উল্লেখ্য, ভাঙড়ের হাতিশালয় মর্মান্তিক পথ দুর্ঘটনা। আহত চার। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার এক। মঙ্গলবার সকালে হাতিশালা সিক্সলেনে মিক্সার ডাম্পারের পিছনে এসে সজরে ধাক্কা মারে একটি ফোর হুইলার। একটি ইঞ্জিন ভ্যান ও বাইকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে।
আর ও পড়ুন হবু জামাইয়ের ভুরিভোজে ৩৬৫ পদ খাবার
ঘটনায় বাইক আরোহি গুরুতর আহত। তাকে কলকায় রেফার করেছে জিরানগাছা হসপিটালের চিকিৎসকরা। আহত ব্যাক্তির নাম রইফ মোল্লা। বাড়ি ভাঙড়ের কৃষ্ণমাটিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর একটি বেসরকারি কোম্পানির অফিসাররা সল্টলেক থেকে উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাচ্ছিলেন। সেই সময় হাতিশালা সিক্সলেনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক,পরে ইঞ্জিন ভ্যান এবং শেষে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।ভাঙড়ের হাতিশালয় মর্মান্তিক পথ দুর্ঘটনা। আহত চার। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার এক। মঙ্গলবার সকালে হাতিশালা সিক্সলেনে মিক্সার ডাম্পারের পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি ফোর হুইলার।
একটি ইঞ্জিন ভ্যান ও বাইকে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। ঘটনায় বাইক আরোহি গুরুতর আহত। তাকে কলকায় রেফার করেছে জিরানগাছা হসপিটালের চিকিৎসকরা। আহত ব্যাক্তির নাম রইফ মোল্লা। বাড়ি ভাঙড়ের কৃষ্ণমাটিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর একটি বেসরকারি কোম্পানির অফিসাররা সল্টলেক থেকে উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাচ্ছিলেন। সেই সময় হাতিশালা সিক্সলেনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক,পরে ইঞ্জিন ভ্যান এবং শেষে একটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।