নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৩ নভেম্বর, ২০২০:দীর্ঘদিন ধরে গৃহবধূর সঙ্গে পরকীয়ার মধ্যে দিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পরে, অবশেষে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে তুলে দেয় পুলিশের হাতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের দয়ানগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চা-বিক্রেতা এক যুবকের স্ত্রীর সাথে জিয়াগঞ্জের এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার প্রতিবাদ জানালেও ওই চা বিক্রেতার স্ত্রী উল্টে তার স্বামীকে দুষ্কৃতী দিয়ে মারধর করে বলে অভিযোগ।এই পর্যন্ত সব ঠিক থাকলেও এই ঘটনা দীর্ঘদিন ধরে চলতে থাকায় পাড়া-প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে ওঠে। এদিন গৃহবধূর প্রেমিক স্থানীয় জিয়াগঞ্জের টিভিএস ফাইন্যান্স এ কর্মরত ঐ যুবক এলাকায় এসে হাজির হলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।
আরও পড়ুন…বার্নপুরে গ্যাস সিলিন্ডারে বিধ্বংসী আগুন
শুরু হয় ব্যাপক কথা কাটাকাটি থেকে শুরু হয় গণধোলাই।তড়িঘড়ি উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তারপরেই খবর তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে গণধোলাই গুরুতর জখম জিয়াগঞ্জ এক যুবককে উদ্ধার করে পুলিশ। এলাকাজুড়ে চাপা উত্তেজনা রয়েছে।