২৪ নভেম্বর, প্রযুক্তির উন্নতির সাথে মানুষের জীবনধারণে এসেছে আমুল পরিবর্তন, সাথে আমাদের ভাবনা চিন্তারও বিকাশ ঘটেছে। কিন্তু এ বিকাশ সর্বব্যাপী নয়। এখনও দেশের অধিকাংশ মানুষ ডুবে আছে কুসংস্কারে, তাদের ধারনায় আসেনি কোনও পরিবর্তন। এরমই এক নজির পাওয়া গেল ওড়িশার গঞ্জাম জেলায়। হাতে ১২ টি আঙুল ও পায়ের পাতায় ২০ টি আঙুল। এই নিয়েই জন্ম নিয়েছেন এক ভদ্রমহিলা। টাকার অভাবে তিনি নিজের চিকিৎসা করাতে পারেননি। নাম কুরাম নায়েক, বয়স ৬৩।
আমরা সকলেই জানি এটি শুধুই একটা শারীরিক সমস্যা। যেখানে তাঁর পাশে মানুষের দাঁড়ানো উচিৎ, সেখানে দুরে ঠেলে দিয়েছে তাঁর পরিবার থেকে শুরু করে সকল পাড়া প্রতিবেশী। শারীরিক এই অস্বাভাবিকতার জন্য পুরো সমাজে ব্রাত্য তিনি। পাড়ায় তাঁকে ‘ডাইনি’ বলে ডাকা হয়। এইভাবে তিনি ৬৩ বছর নিঃসঙ্গে জীবনযাপন করছেন। মনের কথা শোনার মতো কেউই নেই তাঁর। তাঁর নিত্যদিনের এই জীবনে হার মেনে নিতে চান, আর কাটিয়ে উঠতে পারছেন না। একদিকে একঘরে হয়ে পরেছেন অন্যদিকে তাঁর অসুবিধা আরও বাড়িয়ে দেয় তাঁকে যখন দূর দূর থেকে লোক দেখতে আসে তাঁর শারীরিক বৈশিষ্ট্যের জন্য। নিজের ঘরেই বন্দি এই মহিলা অনবরত জীবনের সঙ্গে লড়ে চলেছে একাই।