হানিমুনে গিয়ে হিমাচল প্রদেশে রহস্যজনক মৃত্যু নববধূর।হানিমুনে গিয়ে হিমাচল প্রদেশে পাহাড়ের খাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু নববধূর, শোকের ছায়া আগরপাড়া এলাকায়। আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাস এর সাথে দমদম পাইকপাড়া এলাকার রাহুল পোদ্দারের গত ২০ ফেব্রুয়ারি বিয়ে হয়, তারপর নবদম্পতি ৪ঠা মার্চ তারিখে হিমাচল প্রদেশে ঘুরতে যায়।
আজ সন্ধ্যা বেলা হিমাচল প্রদেশের কোন্নর জেলার পুলিশ স্টেশন থেকে জয়িতা দাসের বাড়িতে খবর আসে জয়িতা দাস হিমাচল প্রদেশের কোন্নর জেলায় পাহাড়ের খাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, আগরপাড়া স্টেশন রোডের পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়িতা দাসের বাড়িতে এই মৃত্যুর খবর আসার পর এলাকায় নেমেছে শোকের ছায়া ।
পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু হল আর প্রাণে বেঁচে গেল স্বামী রাহুল পোদ্দর, এই নিয়ে যথেষ্টই রহস্য দানা বাধছে আগরপাড়ার দাস পরিবারের মধ্যে। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন মৃতার পরিবারের লোকজন সহ এলাকার স্থানীয় বাসিন্দারা।
আর ও পড়ুন শিলিগুড়িতে রেললাইনের পাশ থেকে উদ্ধার হল যুবতীর মৃতদেহ
উল্লেখ্য, হানিমুনে গিয়ে হিমাচল প্রদেশে রহস্যজনক মৃত্যু নববধূর।হানিমুনে গিয়ে হিমাচল প্রদেশে পাহাড়ের খাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু নববধূর, শোকের ছায়া আগরপাড়া এলাকায়। আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাস এর সাথে দমদম পাইকপাড়া এলাকার রাহুল পোদ্দারের গত ২০ ফেব্রুয়ারি বিয়ে হয়, তারপর নবদম্পতি ৪ঠা মার্চ তারিখে হিমাচল প্রদেশে ঘুরতে যায়।
আজ সন্ধ্যা বেলা হিমাচল প্রদেশের কোন্নর জেলার পুলিশ স্টেশন থেকে জয়িতা দাসের বাড়িতে খবর আসে জয়িতা দাস হিমাচল প্রদেশের কোন্নর জেলায় পাহাড়ের খাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, আগরপাড়া স্টেশন রোডের পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়িতা দাসের বাড়িতে এই মৃত্যুর খবর আসার পর এলাকায় নেমেছে শোকের ছায়া ।
পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু হল আর প্রাণে বেঁচে গেল স্বামী রাহুল পোদ্দর, এই নিয়ে যথেষ্টই রহস্য দানা বাধছে আগরপাড়ার দাস পরিবারের মধ্যে। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন মৃতার পরিবারের লোকজন সহ এলাকার স্থানীয় বাসিন্দারা।