উত্তর ২৪পরগণা:- হাবরা পৌরসভার আটজন নতুন প্রশাসক কে নিয়ে আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো হাবরা পৌরসভায়। বৈঠক শেষে মুখ্য প্রশাসক জানান নতুন সদস্যদের নিয়ে আজ বৈঠক হলো সেখানে কোভিড পরিস্থিতিতে কি করে ভ্যাকসিন আরো দ্রুত করা যায় অর্থাৎ মানুষের কাছে কিভাবে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে আলোচনা হয়।

এছাড়াও যে চারটি ওয়ার্ড কাউন্সিলর নেই সেই চারটি ওয়ার্ড এর কোয়াডিনেটর হিসাবে চারটি নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নতুন আসা তপতী দত্ত জানান ভ্যাকসিনের দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যারা অসুস্থ এবং বয়সের ভারে চলাফেরার ক্ষমতা নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে সব মিলিয়ে প্রথম দিন গঠনমূলক আলোচনা হয়।তবে মূলত আলোচনার প্রধান বিষয় ছিল কোভিড ভ্যাকসিনেশন।