হামলা হতেই স্বামীর ঘরে ফেরার আশা কম দেখছে পুুর্নম সাউ এর স্ত্রী

হামলা হতেই স্বামীর ঘরে ফেরার আশা কম দেখছে পুুর্নম সাউ এর স্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – ভারতীয় সেনার অপারেশন সিঁদুর হতেই রিষড়ার সাউ পরিবারে অনিশ্চয়তার মেঘ, রিষড়ায় বিএসএফ জওয়ান পুর্ণমের পরিবারে বাড়ছে উদ্দেগ ।আর আসা দেখছে না যুদ্ধ, বেধে গেছে,বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্স এর হাতে বন্দি ১৫ দিন হয়ে গেলো ।
এখনো ঘরে ফিরলো না তাদের পরিবারে ছেলে।
এদিকে গত শনিবার পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতার করে বিএসএফ, তখনো কিছুটা পুর্নমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার।কিন্তু গতকাল রাতে ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি শিবির গুলো গুড়িয়ে দেবার পরেই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার।পূর্নমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা,স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন,এখন আর আশা দেখছি না।যুদ্ধ বেধে গেছে।এখন পাকিস্তান আর হয়ত ছাড়বে না।রজনী নিজে গিয়ে বিএসএফ হেড কোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন।তারপর আট দিন কেটে গেছে।এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top