খেলা – কলকাতা ফুটবল লিগের এবারের আসর মোহনবাগান সুপার জায়ান্টের জন্য শুরু হয়েছে হতাশা দিয়ে। প্রথম ম্যাচেই পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে পরাজয়, যা সমর্থকদের মনে একপ্রকার হতাশা ও অস্বস্তির জন্ম দেয়। ঐতিহ্যবাহী ক্লাবের কাছে এমন শুরুর দৃষ্টান্ত বিরল, আর তাই সমালোচনার ঝড়ও উঠে যায় ফুটবল মহলে।
তবে শুরুতেই হাল ছাড়েনি সবুজ-মেরুন বাহিনী। দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স-কে পরাজিত করে সাময়িক স্বস্তি আনলেও, ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি দল। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করে তারা পিছিয়ে পড়ে লিগ টেবিলে। ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে মাঠে নামলেও, কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।
সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি। কল্যাণীর মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে একসময় কিয়ান নাসিরির গোলে সমতা ফিরলেও, ডেভিড লালহানসাঙ্গার দ্বিতীয়ার্ধের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডেগি কার্ডোজোর দল। ম্যাচশেষে হতাশা ছিল তীব্র, কিন্তু সেই ব্যর্থতা পেছনে ফেলে দল এখন তাকিয়ে আছে সামনে।
সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে মোহনবাগানের পরবর্তী ম্যাচের সময়সূচি। আগামী ১৩ই আগস্ট, বিকেল তিনটেয় মেসার্স ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে তারা। বিশেষ আকর্ষণ—এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মোহনবাগানের নিজস্ব ক্লাব মাঠে। দীর্ঘদিন পর ঘরের মাঠে ম্যাচ ফেরায় উচ্ছ্বসিত সমর্থক মহল। শুধু এই একটি ম্যাচ নয়, এরপর আরও কয়েকটি ম্যাচ আয়োজিত হবে ক্লাব প্রাঙ্গণেই, যা বাড়তি মনোবল জোগাবে ফুটবলারদেরও।
বর্তমানে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্টে থাকা ইস্টবেঙ্গল রয়েছে তাদের ওপরে। ফলে পরবর্তী ম্যাচগুলো জয় করেই সুপার সিক্সে ওঠার দৌড়ে এগিয়ে যেতে মরিয়া ডেগি কার্ডোজোর শিবির।
গত মরসুমে পারফরম্যান্স আশানুরূপ না হলেও এবার পরিস্থিতি বদলাতে প্রস্তুত সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠ, সমর্থকদের সমর্থন এবং সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলিকে পাথেয় করেই মোহনবাগান আবার ফিরতে চাইছে লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে।
