নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৭শে আগস্ট : হাসতে হাসতে রুখে গেল হাস্য কৌতুকের ধারা বিবরনী। থমকে গিয়েছে হাসির তারকা নিমু ভৌমিকের জীবন রথের চাকা। দীর্ঘ দিন ধরেই দুরারোগ্য ব্যাধি নার্ভ জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। রোগ ভোগের কারনে হাসপাতালে বেশ কয়েক বার ভর্তি হয়েছিলেন। কিছুদিন আগে পর্যন্তও তিনি হাসপাতাল থেকে ফেরেন নিজ বাড়িতে। মৃত্যু কালীন তার বয়স হয়েছিল ৮৪।
জানা যায় বেশ কিছুদিন ধরেই নার্ভ জনিত রোগ ভোগে ভুগছিলেন তিনি। মঙ্গলবার নিজ বাস ভবনেই তার মৃত্যু হয়। গড়িয়ায় নিজ বাড়িতেই মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। “মায়াবিনী” এই অভিনেতা চুটিয়ে হাসিয়ে গেছেন সকলকে, কিন্তু এই “বিদ্রোহী” এই তারকা “বিকেলে ভোরের ফুল” হয়ে ঝরে পড়লেন। বাংলার এই প্রবাদ প্রতীম তারকার ছন্দ পতনে গোটা টলি পাড়ায় নেমেছে শোকের ছায়া।