বিনোদন – কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল, তবে অবশেষে এল স্বস্তির খবর। বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রকে বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই এখন তাঁর চিকিৎসা চলবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ৮৯ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার শুরু থেকেই তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছিলেন বলে জানিয়েছিল পরিবার। তবে গত কয়েকদিন ধরে তাঁর স্বাস্থ্যের বিষয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বুধবার সকালেই একটি অ্যাম্বুল্যান্স ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ধর্মেন্দ্রর বাড়ির উদ্দেশে রওনা দেয়, আর তাতেই জোর গুঞ্জন শুরু হয়, অ্যাম্বুল্যান্সে অভিনেতা নিজে আছেন কি না।
শেষ পর্যন্ত ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, “বুধবার সকাল সাড়ে সাতটার সময় ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে।” তিনি আরও বলেন, পুরো চিকিৎসা প্রক্রিয়া চিকিৎসক দলের নজরদারিতেই চলবে।
এর আগে দুই দিন আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর রটে যায়, যা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন তাঁর কন্যা এষা দেওল। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আমার বাবার অবস্থা স্থিতিশীল, তিনি সুস্থ হচ্ছেন। দয়া করে আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।” একইভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন ধর্মেন্দ্রর স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনীও।
অন্যদিকে, সানি দেওলের টিমের পক্ষ থেকেও এক বিবৃতি জারি করে সবাইকে অনুরোধ জানানো হয়েছিল ভুয়ো খবর না রটিয়ে বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে। পরিবারের সদস্যদের মতে, এখন তিনি অনেকটাই ভালো আছেন এবং চিকিৎসকরা আশা করছেন, বিশ্রামেই ধীরে ধীরে পুরোপুরি সেরে উঠবেন এই কিংবদন্তি তারকা।




















