হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফের কেরিয়ারের মোড়, বাংলা ছবিতে প্লেব্যাকের সুযোগ পেলেন দেবলীনা নন্দী

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফের কেরিয়ারের মোড়, বাংলা ছবিতে প্লেব্যাকের সুযোগ পেলেন দেবলীনা নন্দী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – একেই বলে ভাগ্য। জীবন কখন কী মোড় নেবে, তা বলা মুশকিল। তেমনই ঘটনাই ঘটল দেবলীনা নন্দীর জীবনে। কিছুদিন আগে দাম্পত্য জীবনের সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়িকা। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়। তবে সদ্য সুস্থ হয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন দেবলীনা। আর ঠিক সেই সময়ই মিলল বড় সুযোগ—বাংলা ছবিতে গান গাওয়ার সুবর্ণ সুযোগ।
শনিবার সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রানা সরকার একটি ছবি পোস্ট করেন, যেখানে অফিসে পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন দেবলীনা, এবং বড়পর্দার ‘মহুয়া’ অঙ্কিতা মল্লিক। ছবিটি দেখে স্পষ্ট, কিছু নতুন ঘটতে চলেছে। রানা সরকারের তৈরি মহুয়া রায়চৌধুরীর জীবনবিষয়ক বায়োপিকে গান গাইবেন দেবলীনা। এটি তার প্রথম বাংলা ছবিতে প্লেব্যাক ডেবিউ।
বহুদিন ধরেই টলিপাড়া সরগম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে আলোচনা চলছিল। ছবিতে মহুয়া চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-র অঙ্কিতা মল্লিককে। ছবির নাম ‘গুন গুন করে মহুয়া’, পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। আর এই ছবিতেই দেবলীনার কণ্ঠে শুনা যাবে মহুয়া রায়চৌধুরীর সব হিট গান।
গত কয়েকদিন ধরে দেবলীনা নন্দীর জীবন ও ব্যক্তিগত সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। সাংসারিক সমস্যার কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার সময়েও তাঁর বিষয়ে তোলপাড় চলেছে। তবে সেই সব পরিস্থিতি পেরিয়ে দেবলীনা সুস্থ হয়ে ফিরেছেন এবং সুযোগটির মাধ্যমে কেরিয়ারে নতুন পথ খুলেছেন। শনিবার প্রযোজকের অফিসে গিয়ে গান ও ছবির বিষয়ে সমস্ত বিষয় চূড়ান্ত করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top