হাসিনার হুঁশিয়ারি সত্বেও বাংলাদেশে ইসকন মন্দিরে লুঠপাট, মৃত এক। দশেরায় বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে ভক্তদের ওপরে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। এই হামলায় মন্দিরে যেমন লুটপাট করা হয়েছে, অন্যদিকে এক ভক্তের দেহ উদ্ধার করা হয়েছে মন্দির সংলগ্ন পুকুর থেকে। টুইটে শুক্রবারের ঘটনার বর্ণনা করা হয়েছে ইসকনের তরফ থেকে। দুষ্কৃতী হামলায় নোয়াখালিতে মন্দিরের যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে তাদের এক সদস্যদের দেহও উদ্ধার করা হয়েছে। আরও এক ভক্তের অবস্থা সংকটজনক বলেও জানানো হয়েছে ইসকনের তরফে। বাংলাদেশ সরকারের কাছে দেশের সব হিন্দুর সুরক্ষা দাবি করে দুষ্কৃতীদের শাস্তির দাবি করা হয়েছে।
মূলত, বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপুজোর প্যান্ডেলে গণেশের পায়ের কাছে কোরান রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। জানা যায়, প্রশাসনের তরফে থেকে ব্যবস্থা নেওয়ার পরে প্রথমে কুমিল্লার সেই প্যান্ডেল গুড়িয়ে দিয়ে প্রতিমা ফেলে দেওয়া হয় পাশের দিঘিতে। পাশাপাশি নোয়াখালি, চাঁদপুর, বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজারের দুর্গাপুজোর মণ্ডপ এবং মন্দিরে হামলা চালানো হয়। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের ২২ টি জেলায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, প্রতিটি মণ্ডপে আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আর ও পড়ুন দশমীতেই বৈশাখীর সিথি সিঁদুরে রাঙিয়ে দিলেন শোভন
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হিংসায় উন্মত্ত জনতাকে সতর্ক করে বলেছিলেন, কুমিল্লার নানুয়ার দিঘির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার কথা বলেছিলেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারির পরেও সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলা অব্যাহত।এদিকে, বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে একের পর এখ হামলার ঘটনার নিন্দা করে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
উল্লেখ্য, দশেরায় বাংলাদেশের নোয়াখালিতে ইসকন মন্দিরে ভক্তদের ওপরে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। এই হামলায় মন্দিরে যেমন লুটপাট করা হয়েছে, অন্যদিকে এক ভক্তের দেহ উদ্ধার করা হয়েছে মন্দির সংলগ্ন পুকুর থেকে।
টুইটে শুক্রবারের ঘটনার বর্ণনা করা হয়েছে ইসকনের তরফ থেকে। দুষ্কৃতী হামলায় নোয়াখালিতে মন্দিরের যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে তাদের এক সদস্যদের দেহও উদ্ধার করা হয়েছে। আরও এক ভক্তের অবস্থা সংকটজনক বলেও জানানো হয়েছে ইসকনের তরফে। বাংলাদেশ সরকারের কাছে দেশের সব হিন্দুর সুরক্ষা দাবি করে দুষ্কৃতীদের শাস্তির দাবি করা হয়েছে।