হায়দ্রাবাদের খুনের অভিযুক্ত কেন্দ্রিক উঠে এল আরও এক খবর

হায়দ্রাবাদের খুনের অভিযুক্ত কেন্দ্রিক উঠে এল আরও এক খবর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ ডিসেম্বর, হায়দ্রাবাদের পশু চিকিৎসককে রেপ ও খুনের অভিযুক্তদের শাস্তির দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল।তার কিছুদিন পরেই শোনা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার চার অভিযুক্ত। খবর পেয়ে প্রায় সকলেই বেশ খুশি হয়।এবার উঠে এল অভিযুক্ত কেন্দ্রিক আরও এক খবর।জানা গিয়েছে, অভিযুক্ত চারজনের মধ্যে একজনের পিতাকে বৃহস্পতিবার অথাৎ ২৬ শে ডিসেম্বর নারায়ণপেট জেলায় একটি ACP -এর প্রাইভেট গাড়ি সজোড়ে ধাক্কা মারে। অভিযুক্ত চেন্নেক শাউলুর পিতা কমারাইয়া এখন মৃত্যুর সাথে লড়াই করছে।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৮ টার দিকে কমারাইয়া তার বাইকে করে বাসায় ফিরছিল। হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি বাইকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষটি এত দ্রুত ছিল যে বাইকটি অনেকদূর ছিটকে যায়। এই দুর্ঘটনায় কমারাইয়া তার মাথার ও ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। গুড়িগান্ডলার খুব কাছেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে যাত্রীরা তৎক্ষণাৎ আহত কমারাইয়াকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর অবস্থার কারণে এখন আহত কুমারায়াকে হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পুরো মামলার তদন্তে নিযুক্ত পুলিশ জানিয়েছেন, যে গাড়িতে দুর্ঘটনাটি ঘটেছিল তাতে সাতজন মহিলা ছিলেন। তাঁরা সকলেই মাহবুবদনগর থেকে কর্ণাটকের দেবসুগরের একটি মন্দিরে ফিরছিলেন। আচান্না নামে এক ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি মাহবুবনগরের টঙ্কড়া গ্রামের সরপঞ্চ। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ৩৩৭ ধারার আওতায় মামলা করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top