উত্তর দিনাজপুর,রায়গঞ্জ:- হিজবুল মুজাহিদীনের নাম করে হুমকির চিঠি পাঠানো হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে।

পাশাপাশি একটি সিডিও পাঠানো হয়েছে।চিঠিতে রয়েছে ”এই সিডি পাওয়া মাত্র লাইভ টেলিকাস্ট করবেন সমস্ত নিউজ চ্যানেলে, দেখানো চাই নয়ত হিংসার স্বীকার হবেন” এই চিঠি পাঠানোর পর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়।প্রশাসন বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।