বিনোদন – করবা চৌথের দিন স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন উপোস করে চাঁদ দেখে ব্রত পালন করেন সধবা স্ত্রীরা। শুক্রবার দেশজুড়ে এই পবিত্র উৎসব পালিত হয় উৎসাহে। বলিউডের তারকাদের মধ্যেও দেখা যায় করবা চৌথের বিশেষ উন্মাদনা। তবে এই বছরের উৎসবে অভিনব নজির গড়েছেন অভিনেত্রী হিনা খান ও তাঁর স্বামী রকি জয়সওয়াল।
বিয়ের পর এটাই ছিল হিনা ও রকির প্রথম করবা চৌথ। ঐতিহ্য মেনে সাজগোজে অংশ নেন হিনা—লাল সালোয়ার স্যুট, বেনারসি ওড়না, সিঁথিতে সিঁদুর আর গয়নায় সজ্জিত রূপে ধরা দেন তিনি। শুধু হিনাই নন, রকিও স্ত্রীর সঙ্গে ব্রত পালন করেন। উপোস ভাঙার পর যেমন হিনা স্বামীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, তেমনি রকিও স্ত্রী হিনার পা স্পর্শ করে প্রণাম করেন—চিরাচরিত প্রথা ভেঙে দিলেন তিনি।
হিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে রকি লেখেন, “যেভাবে শিব ও শক্তির মিলনে সৃষ্টি পরিচালিত হয়, ঠিক সেভাবেই তুমি আমার জীবনের দেবী। আমার অস্তিত্ব, আমার শান্তি—সবকিছুই তোমার পায়ের তলায়।” তিন মাস আগে গাঁটছড়া বেঁধেছেন হিনা ও রকি। বহুদিনের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
হিনার ধর্ম আলাদা হলেও কখনোই তা রকির সঙ্গে সম্পর্কের অন্তরায় হয়নি। গত বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন হিনা। সেই কঠিন সময়ে রকি তাঁর পাশে ছিলেন ঢালের মতো। কেমো থেরাপির জন্য হিনা যখন মাথা মুড়িয়ে ফেলেন, তখন রকিও নিজের চুল কেটে ফেলেন তাঁর সমর্থনে। হিনার সুস্থতা ফিরে আসার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় অনুষ্ঠান। বর্তমানে তাঁরা একসঙ্গে ‘পতি-পত্নী অউর পঙ্গা’ নামের রিয়্যালিটি শোতেও দেখা দিচ্ছেন।
