হুগলি – সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকা উত্তরপাড়া-হিন্দমোটরের হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমি ইতিমধ্যেই রাজ্যের দখলে এসেছে। সেই জমিকেই আগামী শিল্প সম্মেলনের আগেই শিল্পের উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যেই রাজ্য শিল্পোন্নয়ন নিগমের পক্ষ থেকে শুরু হয়েছে বিস্তারিত জমি সমীক্ষা। সমীক্ষায় জমির প্রকৃতি, উচ্চতা, প্রাকৃতিক সীমানা, ভবিষ্যৎ পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় তথ্য—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
এই সমীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মৌজা মানচিত্রের উপর বিস্তারিত তথ্য বসানো হচ্ছে। পাশাপাশি ডি-জিপিএস ভিত্তিক রেফারেন্স পিলার স্থাপন, স্পষ্ট লেভেল মাপ এবং কন্টুর লাইন প্রস্তুতের কাজ চলছে। আধিকারিকদের মতে, জমির চরিত্র নির্ধারণ এবং প্লট বিভাজনের জন্য এই প্রযুক্তিগত দিকগুলি অত্যন্ত জরুরি। জলনিকাশী ব্যবস্থা, সীমানা নির্ধারণসহ সম্ভাব্য সব সমস্যা এড়ানোর লক্ষ্যে সমীক্ষা দল প্রতিটি বিষয় খতিয়ে দেখছে।
দপ্তর সূত্রে জানা গেছে, হিন্দমোটর এলাকার আশপাশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অবস্থানও সমীক্ষার অংশ হিসেবে নথিভুক্ত করা হচ্ছে। নিকটবর্তী রেলস্টেশন, বিদ্যুৎ সাবস্টেশন, রাজ্য ও জাতীয় সড়কের দূরত্ব, পরিবহণ সুবিধা এবং সম্ভাব্য সীমাবদ্ধতা—সবই বিস্তারিত রিপোর্টে উল্লেখ থাকবে। পরবর্তী সময়ে এই তথ্যই মাস্টার প্ল্যান তৈরির ভিত্তি হবে এবং জমির শিল্প-ব্যবহারের ধরন নির্ধারণে সাহায্য করবে।
এই পুরো অঞ্চলটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব আরও বেশি। একদিকে জিটি রোড, অন্যদিকে হিন্দমোটর রেলওয়ে স্টেশন—দুটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমের মধ্যে অবস্থান করা এই বিশাল জমি শিল্প গড়ে তোলার জন্য উপযুক্ত বলে মনে করছে দপ্তর। পরিকল্পনা, মানচিত্রায়ন ও প্লট বিভাজনের কাজ সম্পূর্ণ হলে হিন্দমোটরের এই জমি রাজ্যের শিল্প সম্প্রসারণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশাবাদী আধিকারিকরা।




















