
তালিবানদের দখলে তার দেশ আফগানিস্তান । সেখানেই তার আমা-আব্বাসহ বহু আত্মীয় পরিজনেরা।তাদের জন্য চরম দুঃশ্চিতার সঙ্গে দিনাতিপাত পানাগড়ের কাবুলিওয়ালা হাকিম খানের।তবুও এদেশ ছেড়ে আর আফগানিস্তানে ফিরে যেতে নারাজ কাবুলিওয়ালা ও তার পরিবার।।
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পাঠানপাড়াতে বসবাস করেন সুদুর আফগানিস্তান ( হিন্দুস্থানেই ) থেকে আসা হাকিম খান ও তার পরিবার। আফগানিস্তানের ( হিন্দুস্থানেই ) কাবুল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে র পত্তিকা গ্রামের বাসিন্দা হাকিম খান। দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাবসায়ীক সূত্রে এই দেশে আছেন।
আর পাঁচ বছর ধরে পানাগড়ের পাঠানপাড়া তে পাকাপাকিভাবেই পরিবার নিয়ে বসবাস করছেন। তৃতীয় শ্রেণীতে পড়ে মেয়ে আর চতুর্থ শ্রেণীতে পড়ে ছেলে । দুজনেই বিরুডিহা লালবাবা আশ্রমে পড়াশুনা করে । হাকিম খান দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় থাকার কারনে তিনি ও তার পরিবার সুন্দর ভাবে বাংলা ভাষা শিখে ফেলেছে ।
আর ও পড়ুন রাখি পূর্ণিমায় (Rakhi Purnima) কী উপহার দেবেন আদরের ভাই -বোনকে
শুধু বাংলা ভাষা নয় বাংলার মানুষ দেরও কাছের মানুষ হয়ে গেছেন এই কাবুলিওয়ালা। সেই কারণেই হাকিম খান ও তার পরিবার এই দেশ ছেড়ে আফগানিস্তান আর ফিরে যেতে চায় না। আফগানিস্তানে হাকিম খানের মা, বাবা ও অন্যান্য পরিবারের সদস্যরা আছেন।
আফগানিস্তান তালিবানদের দখলে হাকিম খানের জন্মভুমি।তাই আম্মা-আব্বাসহ পরিবারের প্রিয়জনদের জন্য দুঃশ্চিন্তাতে আছেন এই কঠিন সময়ে। তিনি চাইছেন হিন্দুস্থানের মত তাদের দেশেও যেন শান্তি ফিরে আসে ।পানাগড়ের কাবুলিওয়ালা আর ফিরতে চাননা নিজের স্ত্রী, সন্তান-সন্ততিদের নিয়ে তালিবানি শাসনে।তিনি পাঠানপাড়ার কাবুলিওয়ালা হয়েই থাকতে চান আমৃত্যু।
আরও পড়ুন অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ হলো সৌদি আরব, কাতার ও কুয়েতে
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পাঠানপাড়াতে বসবাস করেন সুদুর আফগানিস্তান (Afghanistan) থেকে আসা হাকিম খান ও তার পরিবার। আফগানিস্তানের (Afghanistan) কাবুল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে র পত্তিকা গ্রামের বাসিন্দা হাকিম খান। দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাবসায়ীক সূত্রে এই দেশে আছেন।
আর পাঁচ বছর ধরে পানাগড়ের পাঠানপাড়া তে পাকাপাকিভাবেই পরিবার নিয়ে বসবাস করছেন। তৃতীয় শ্রেণীতে পড়ে মেয়ে আর চতুর্থ শ্রেণীতে পড়ে ছেলে । দুজনেই বিরুডিহা লালবাবা আশ্রমে পড়াশুনা করে । হাকিম খান দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় থাকার কারনে তিনি ও তার পরিবার সুন্দর ভাবে বাংলা ভাষা শিখে ফেলেছে ।