হিন্দু যুবককে জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ

হিন্দু যুবককে জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সৌদি আরব : সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে৷ অথচ দেশে মনের মতো মিলছে না চাকরি৷ তাই বাধ্য হয়েই পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ স্বপ্ন দেখেছিলেন উপার্জন ভাল হলে সুখে থাকবেন পরিজনেরা৷ কিন্তু সৌদি আরবে পা রাখামাত্রই স্বপ্ন ভেঙে চুরমার৷ স্বপ্নের সঙ্গে মিলল না বাস্তব৷ পরিবর্তে দেশে ফেরার জন্য বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে সাহায্যের আরজি জানালেন ওই ব্যক্তি৷
বছর একত্রিশের মাণিক চট্টোপাধ্যায় মুম্বইয়ের একটি সংস্থার মাধ্যমে সৌদি আরবে চাকরি পান৷ নিয়োগপত্র অনুযায়ী রাঁধুনি হিসাবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে৷ বেতন ভাল দেখে আর না করেননি৷ মুম্বই থেকে সোজা পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ কিন্তু চাকরির শুরুতেই ধাক্কা৷ মাণিকের দাবি, তাঁকে গোমাংস রান্না করতে দেওয়া হয়৷ কিন্তু ধর্মের কথা ভেবে রান্না করবেন না বলেই ঠিক করেন তিনি৷ অভিযোগ, তাতেই অগ্নিশর্মা হয়ে যান ওই সংস্থার আধিকারিকরা৷ জোর করে গোমাংস খাওয়ানো হয় তাঁকে৷ একা মাণিক নন, ওই সংস্থায় আরও অনেক হিন্দু কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর৷ গোটা ঘটনাটি ভিডিও আকারে টুইট করেন মাণিক৷

https://twitter.com/ManikCena/status/1128597722259443712

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top