হিন্দ মোটরে ইডির অভিযান, দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সে তল্লাশি

হিন্দ মোটরে ইডির অভিযান, দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সে তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি – হুগলির হিন্দ মোটরের দেবাইপুকুরে বুধবার সকাল থেকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র অভিযান। এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলায় অবস্থিত একটি ফ্ল্যাটে প্রবেশ করে তল্লাশি শুরু করেন ইডি-র পাঁচজন তদন্তকারী আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।

সূত্রের খবর, ওই ফ্ল্যাটে থাকেন বিকাশ লাচিয়া নামে এক ব্যক্তি। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাশ লাচিয়া ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত।

তদন্তকারীদের দাবি, বিকাশ লাচিয়া লাচিরামকা ডায়মন্ড ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করতেন। ইডি-র পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য মানি লন্ডারিং সংক্রান্ত কিছু নথি উদ্ধারের উদ্দেশ্যে এই অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই একাধিক গাড়িতে করে ইডি-র আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে ফ্ল্যাটে প্রবেশ করে। অভিযানের সময় কমপ্লেক্সের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও ইডি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তদন্তকারী সূত্রের খবর অনুযায়ী বিকাশ লাচিয়ার আর্থিক লেনদেনের একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, প্রয়োজনে স্থানীয় পুলিশকেও তল্লাশির কাজে যুক্ত করা হবে। অভিযানের পরবর্তী ধাপে বিকাশ লাচিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top