দেশ – হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভরমৌর এলাকায় আটকে পড়া ৫০ জন মণিমহেশ তীর্থযাত্রীকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীর চিনুক হেলিকপ্টার, যার সাহায্যে তাদের ভরমৌর থেকে বিমানে করে চাম্বায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এই তীর্থযাত্রীদের সরকারি বাসে পাঠানকোটে পাঠানো হচ্ছে।
তবে এখনও ৪০০ জনেরও বেশি তীর্থযাত্রী ভরমৌরে আটকে রয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী দল তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দ্রুত তৎপরতা চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং কঠিন ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হলেও প্রত্যেককে নিরাপদ স্থানে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।




















