দিল্লি – হিমাচলপ্রদেশের মান্ডি জেলার সারকাঘাট এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনার খবর মিলেছে। মঙ্গলবার রাতে সারকাঘাটের মাসরেন গ্রামের কাছে একটি HRTC বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বহু যাত্রীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সারকাঘাটের ডিএসপি।
সূত্রের খবর, বাসটি সারকাঘাট থেকে জামনি দুর্গাপুর রুটে যাচ্ছিল। রাত ৯টা নাগাদ মাসরেনের ট্রাংলা গ্রামের একটি তীব্র বাঁকে এসে বাসটি খাদে পড়ে যায়। স্থানীয় এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, “আজ সকালে আমাদের বাড়ির কাছেই একটি বাস খাদে পড়ে যায়।” তবে দুর্ঘটনায় সঠিক হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়।
