হিরোইন সমেত আটক দুই যুবক। নদীয়ার চাকদহ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড থেকে দুই যুবককে হিরোইন সমেত আটক করলো চাকদাহ থানার পুলিশ। চাকদাহ ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং চাকদহ পৌরসভার সি আই সি মেম্বার মৌমিতা ভট্টাচার্য ২ যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তারপরেই জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তাদের কাছ থেকে হিরোইন পাওয়া যায় বলে অভিযোগ কাউন্সিলরের । ঘটনার পরিপ্রেক্ষিতে চাকদহ থানায় খবর দেওয়া হলে চাকদহ থানার পুলিশ এসে আটক করে ওই দুই যুবককে ।
চাকদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার সি আই সি মেম্বার মৌমিতা ভট্টাচার্য বলেন কয়েক মাস ধরে আমার ওয়ার্ডে নানা খবর আসছিল ওয়ার্ডে ছোট খাটো ঘটনার খবর আসছিল ।তাই আমি আমার কয়েকজন মহিলা চাকদাহ থানার সিভিক ভলান্টিয়ার নিয়ে রাতে বের হচ্ছি কয়েক মাস ধরে ।
ওয়ার্ডের ভালোর জন্য তাদের পাশে থাকার জন্য সর্বদাই চেষ্টা করবো ।তারা আমাকে ভোটে জিতিয়ে এনেছেন ।রাতে ওই যুবক কে দেখে সন্দেহ হয় এর পর তাকে জেরা করতেই সত্যতা প্রকাশ পায়।
আরও পড়ুন – ফেসবুকে যৌন মজা করতে দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্রকে
উল্লেখ্য, নদীয়ার চাকদহ পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড থেকে দুই যুবককে হিরোইন সমেত আটক করলো চাকদাহ থানার পুলিশ। চাকদাহ ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং চাকদহ পৌরসভার সি আই সি মেম্বার মৌমিতা ভট্টাচার্য ২ যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় তারপরেই জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে তাদের কাছ থেকে হিরোইন পাওয়া যায় বলে অভিযোগ কাউন্সিলরের ।
ঘটনার পরিপ্রেক্ষিতে চাকদহ থানায় খবর দেওয়া হলে চাকদহ থানার পুলিশ এসে আটক করে ওই দুই যুবককে ।
চাকদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার সি আই সি মেম্বার মৌমিতা ভট্টাচার্য বলেন কয়েক মাস ধরে আমার ওয়ার্ডে নানা খবর আসছিল ওয়ার্ডে ছোট খাটো ঘটনার খবর আসছিল ।তাই আমি আমার কয়েকজন মহিলা চাকদাহ থানার সিভিক ভলান্টিয়ার নিয়ে রাতে বের হচ্ছি কয়েক মাস ধরে ।
ওয়ার্ডের ভালোর জন্য তাদের পাশে থাকার জন্য সর্বদাই চেষ্টা করবো ।তারা আমাকে ভোটে জিতিয়ে এনেছেন ।রাতে ওই যুবক কে দেখে সন্দেহ হয় এর পর তাকে জেরা করতেই সত্যতা প্রকাশ পায়।