হিরোশিমা দিবসের ৭৭তম বার্ষিকীতে আপামর সাধারণ মানুষকে শান্তির বার্তা । বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে ৭৭তম হিরোশিমা দিবস পালিত হল শনিবার ইটাহারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ড. মেঘনাদ কলেজ প্রাঙ্গণে ইতিহাস বিভাগের উদ্যোগে পড়ুয়াদের মধ্যে শান্তির বার্তা দিতে আয়োজিত হয় হিরোশিমা দিবস। ইতিহাস বিভাগের আলোচনা কক্ষে হিরোশিমা দিবসের ৭৭ তম বার্ষিকীতে স্বাগত ভাষণ দেন নবদীপ চৌহান, উদ্বোধনী বক্তব্য পেশ করেন কলেজের উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র। তিনি আজকের দিনটির তাৎপর্যও ব্যাখ্যা করেন।
এদিন মূল বক্তা ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুকুমার বাড়ই এর কথা থেকে উঠে এল ১৯৪৫ সালের ৬ আগস্টে সকাল ৮টা ১৬ মিনিটে জাপানের হিরোশিমার আকাশে বিদীর্ণ হয়ে যাওয়া ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমার বিস্ফোরণের ইতিহাস। জানাযায়, সব মিলিয়ে নিহত হয় এক লাখ ৪০ হাজার মানব সন্তান। সেই হিরোশিমা ফেলে এসেছে বিগত ৭৭টি বছর। তাই সেই ভয়াবহ স্মৃতি কাটিয়ে আজ ৬ই আগষ্ট শান্তিকামী বিশ্ব পালন করছে হিরোশিমা দিবস। এদিন পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে হিরোশিমা দিবসে উদযাপন দিবসে উঠে এলো সকলের বক্তব্যে শান্তির বার্তা।
আরও পড়ুন – তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর চাকরি প্রার্থীদের
উল্লেখ্য, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে ৭৭তম হিরোশিমা দিবস পালিত হল শনিবার ইটাহারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ড. মেঘনাদ কলেজ প্রাঙ্গণে ইতিহাস বিভাগের উদ্যোগে পড়ুয়াদের মধ্যে শান্তির বার্তা দিতে আয়োজিত হয় হিরোশিমা দিবস। ইতিহাস বিভাগের আলোচনা কক্ষে হিরোশিমা দিবসের ৭৭ তম বার্ষিকীতে স্বাগত ভাষণ দেন নবদীপ চৌহান, উদ্বোধনী বক্তব্য পেশ করেন কলেজের উপাধ্যক্ষ ড. মুকুন্দ মিশ্র। তিনি আজকের দিনটির তাৎপর্যও ব্যাখ্যা করেন।
এদিন মূল বক্তা ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুকুমার বাড়ই এর কথা থেকে উঠে এল ১৯৪৫ সালের ৬ আগস্টে সকাল ৮টা ১৬ মিনিটে জাপানের হিরোশিমার আকাশে বিদীর্ণ হয়ে যাওয়া ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমার বিস্ফোরণের ইতিহাস। জানাযায়, সব মিলিয়ে নিহত হয় এক লাখ ৪০ হাজার মানব সন্তান। সেই হিরোশিমা ফেলে এসেছে বিগত ৭৭টি বছর। তাই সেই ভয়াবহ স্মৃতি কাটিয়ে আজ ৬ই আগষ্ট শান্তিকামী বিশ্ব পালন করছে হিরোশিমা দিবস। এদিন পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে হিরোশিমা দিবসে উদযাপন দিবসে উঠে এলো সকলের বক্তব্যে শান্তির বার্তা।