হুঁগলির নালিকুলে বিষ খাইয়ে প্রায় ২৫টি কুকুর হত্যা, চাঞ্চল্য এলাকাজুড়ে

হুঁগলির নালিকুলে বিষ খাইয়ে প্রায় ২৫টি কুকুর হত্যা, চাঞ্চল্য এলাকাজুড়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হুগলি – হুঁগলির হরিপাল থানার নালিকুল এলাকায় প্রায় ২৫টি পথ কুকুরকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ, পরিকল্পিতভাবে একদল পথ কুকুরকে বিষ মেশানো খাবার খাওয়ানো হয়, যার ফলে একসঙ্গে এতগুলি কুকুর মারা যায়। এলাকার পশুপ্রেমীরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জেলার পশুপ্রেমী সংগঠনের যৌথমঞ্চের কর্তা গৌতম সরকার জানান, ঘটনাটি ঘটেছে নালিকুল পূর্বপাড়ায়। তাঁর কথায়, “খুবই পরিকল্পিতভাবে এই কুকুরগুলিকে হত্যা করা হয়েছে। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। এর নিন্দা করার ভাষা নেই।” তিনি আরও জানান, ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচটি কুকুরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

ঘটনার পর হরিপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর একাংশ ক্ষুব্ধ, এবং স্থানীয় পশুপ্রেমীরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

পাশাপাশি পশু নির্যাতন বিরোধী সংগঠনগুলিও এই ঘটনায় সরব হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা ঘটনাটিকে তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

জেলার পশুপ্রেমী সংগঠনগুলির মতে, এই ধরনের ঘটনা শুধু নৃশংসই নয়, আইনত দণ্ডনীয় অপরাধ। তারা বারবার আবেদন জানিয়ে এসেছে, পথ কুকুরদের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও এই ধরনের অমানবিক আচরণ যেন না হয়। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পশুপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top