হুগলিতে চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

হুগলিতে চতুর্থীর রাতে ভয়াবহ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি – চতুর্থীর রাতে হুগলিতে একটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন, আহত হয়েছেন আরও তিন। আহতদের মধ্যে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুজোর আনন্দমুখর আবহে এই দুর্ঘটনায় গোটা পাড়া শোকের ছায়ায় ডুবে গেছে।

মৃতদের নাম ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। ভাস্করের বাড়ি সুগন্ধা শংকরবাটি এলাকায়, বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর রেল ওভারব্রীজ থেকে নামার সময় দ্রুতগতির একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সাজানো ইটে দেওয়ালে ধাক্কা মারে। গাড়িতে ছিলেন ছয়জন।

ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বাকিরা চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ঠাকুর আনতে পোলবার শংকরবাটি বারোয়ারির ছয়জন সদস্য ওই চারচাকা গাড়িতে ফিরছিলেন। গাড়িটি গ্রামে পৌঁছলেও তারা ফেরেননি। পরে বাকি সদস্যরা পুলিশকে ফোন করে জানান, ছয়জনই দুর্ঘটনার শিকার হয়েছেন। গাড়িটি প্রচণ্ড গতিতে ইটে ধাক্কা মারে। পুলিশ গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করেছে, সম্ভবত চালক ও যাত্রীরা মদ্যপান করেছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top