হুগলি জেলায় মোট টেট পরীক্ষার্থী ৩০ ৮১১জন। দীর্ঘ পাঁচ বছর পর টেট পরীক্ষা হওয়ায়, পরীক্ষার্থীরা বেশ শীতের আমেজের মনের আনন্দে এবং সেই সঙ্গে মনে সংশয়নিয়েই পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দিলেন এবং ফিরেও এলেন অনেকেই দেখা গেল ফেরার পথে মুখে হাসি নিয়ে কেউ কেউ বললেন পরীক্ষা তো ভালোই হয়েছে। কিন্তু ,সামনে এসেছে দুর্নীতি,প্রকাশ্যে এসেছে ও এম আর সিটের কারচুপি।তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অনেকেও এই নিয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেছেন পরীক্ষার্থী থেকে অভিভাবকরা ।অন্যদিকে নিয়োগ দুর্নীতি সামনে আসা কে অনেকে আবার গুরত্ব দিতেই চাইছেন না।
তাদের অনেকের আক্ষেপ পাঁচ বছরে অন্তত দু তিনটি পরীক্ষা দিতে পারতেন। কিন্তু সকল পরীক্ষা বন্ধ থাকার ফলে তারা আর পরীক্ষা দিতে পারছেন না ফলে কাজও পাচ্ছেন না। আজ এদিন সকাল থেকেই তারকেশ্বর স্টেশন থেকে বহু কর্ম প্রার্থী পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ট্রেনে চেপে, অনেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে ,কেউ বা মোটরসাইকেলে, আবার কেউ ছেলে কোলে নিয়ে ,এই ঘটনাটি ঘটেছে আরামবাগ এর একটি পরীক্ষা কেন্দ্র, এখানে দেখা যায় একটি বাচ্চাকে কোলে নিয়ে মা এসেছেন পরীক্ষা দিতে।অনেকেরেই পরীক্ষা কেন্দ্র পড়েছে আরামবাগ কিংবা গোঘাট আবার অনেকের শ্রী রামপুর বা চুঁচড়া,চন্দন নগর।
হুগলি জেলায় মোট টেট পরীক্ষার্থী সংখ্যা ৩০৮১১
পুরুষ-১৯৩৩১ মহিলা – ১১৪৭৯
অন্যান্য ১
জেলায় মোট পরীক্ষা কেন্দ্রকেন্দ্র – ৬৪ টি,
সদর মহকুমায় – ২৫,টা কেন্দ্র, চন্দননগর ও শ্রীরামপুরে – ১৬টি ও আরামবাগে ১৭টি কেন্দ্রে পরীক্ষা হল।
জেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে,জেলাশাসকের মনিটরিং থাকবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের যথেষ্ট নজরদারি ছিল বলে দেখা গেছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, হুগলি জেলা প্রশাসন সেই দিকে কঠোর নজর রেখেছিলেন। পরীক্ষার্থীদের ভালো করে চেকিং করে তবেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়েছে বলে জানা গেছে