হুগলি জেলে প্যারোলে থাকা বন্দির আত্মহত্যা: ঝুলন্ত অবস্থায় উদ্ধার শেখ মানিকলালের দেহ

হুগলি জেলে প্যারোলে থাকা বন্দির আত্মহত্যা: ঝুলন্ত অবস্থায় উদ্ধার শেখ মানিকলালের দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হুগলি – প্রতিবেশী খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ মানিকলাল হুগলি জেলে আত্মহত্যা করেছেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে জেলের ভিতরে এভাবে আত্মহত্যা হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

মানিকলালের বাড়ি হুগলির চণ্ডীতলার কাপাসারিয়া দক্ষিণপাড়াতে। প্রতিবেশী শেখ কবীরকে (৪৫) খুনের অভিযোগে ২০১৬ সালের ১৫ আগস্ট গ্রেফতার হন। ২০১৯ সালের ১৯ জুলাই শ্রীরামপুর আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

২০২৪ সালের ২১ জুন হুগলি জেল থেকে তাঁকে ২০ দিনের প্যারোলের জন্য ছাড়া হয়। ১২ জুলাই তাঁকে সংশোধনাগারে ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে ফেরেননি। পরদিন হুগলি জেল সুপার চণ্ডীতলা থানায় অভিযোগ পাঠান। পুলিশ তখন মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে।

এরপর, ২০২৫ সালের ১৪ জানুয়ারি, কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই ঘটনার যথাযথ তদন্ত করার নির্দেশ দেন। নিখোঁজ মানিকলালকে সিআইডি গ্রেফতার করে। এরপর থেকে তিনি হুগলি জেলেই বন্দি ছিলেন।

শুক্রবার জেলের ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। খবর পেয়ে মানিকলালের পরিবার জেলে আসে এবং জানায় যে জেল কর্তৃপক্ষ তাদের আত্মহত্যার খবর দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top