নিজস্ব সংবাদদাতা, হুগলি, ৩ ডিসেম্বর, আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধে একাধিক পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে, পাশাপাশি কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।
বিক্ষোভকারিদের অভিযোগ, মন্ডল নির্বাচনে টাকা নিয়ে পদ দেওয়া হয়েছে। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, ‘আমি নিজের কাজে কোলকাতা এসেছি সব শুনেছি, এই কর্মকান্ড যারা ঘটিয়েছে তারা দলের কেউ নয় তৃনমূল থেকে এসে দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। কিছু কর্মি বিজেপির বাকিরা সবাই তৃনমূল থেকে আসা কর্মি, তারা ভেবে ছিল তৃনমূল থেকে এসে পদ পেয়ে যাবো তা হয়নি, তাই আমার বিরুদ্ধে পোষ্টার মারছে।আমার বিরুদ্ধে আগে এরম অভিযোগ ছিল না। আমি দলকে সব জানিয়েছি’।



















