হুবহু এক পোজে অক্ষয়-বাণী, মুহূর্ত চুরির অভিযোগ ‘বেল বটম’ নির্মাতাদের বিরুদ্ধে

হুবহু এক পোজে অক্ষয়-বাণী, মুহূর্ত চুরির অভিযোগ ‘বেল বটম’ নির্মাতাদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
bell bottom

bell bottom

বেশকিছুদিন আগেই মুক্তি পেয়েছিল বেল বটম সিনেমার ট্রেলার। টান টান উত্তেজনা অনুভব করে আপ্লুত হয়েছিল অনুগামীরা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। প্রথমবার তার সঙ্গে স্ক্রীন শেয়ার করতে দেখ যাবে বাণী কাপুরকে। তাদের অন স্ক্রীন রোম্যান্স বেশ পছন্দ করেছেন দর্শকেরা। আগামী ১৯ আগস্ট থ্রি ডি -তে বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি।

ট্রেলার ও গান মুক্তির পর থেকেই বেল বটম ছবি রয়েছে চর্চার কেন্দ্রে। মুক্তি পাওয়া নতুন গান ‘মরজাওয়া’ কে নিয়ে এবার শুরু হলো নতুন বিতর্ক। সদ্য এই গানের পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটিতে রয়েছেন অক্ষয় কুমার ও বাণী কাপুর। সেই পোস্টারকে ঘরে শুরু হয়েছে নতুন জল্পনা। এই স্পাই থ্রিলার বেল বটম ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত তেওয়ারি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবির কোলাজ বানিয়ে পোস্ট করেন শ্রীলঙ্কার এক ট্রাভেল ইনফ্লুন্সার। তাদের অভিযোগ, রিলিজ করা বেল বটম এর ওই গানের পোস্টার নাকি কপি করা হয়েছে। প্রমাণ হিসাবে কোলাজ ছবিও পোস্ট করেন ওই ইনফ্লুন্সার। সেখানে দেখা যাচ্ছে ঠিক একইভাবে ট্রেন থেকে ঝুলে রয়েছেন অক্ষয় কুমার ও বাণী কাপুর। গত শুক্রবারে মুক্তি পেয়েছে মরজাওয়া গানটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top