হুশ ফেরেনি ! মাটি পাচার করার অভিযোগে গ্রেফতার ২ মাটি মাফিয়া, তদন্তে পুলিশ

হুশ ফেরেনি ! মাটি পাচার করার অভিযোগে গ্রেফতার ২ মাটি মাফিয়া, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হুশ ফেরেনি ! মাটি পাচার করার অভিযোগে গ্রেফতার ২ মাটি মাফিয়া, তদন্তে পুলিশ। গ্রেফতারে পরও হুশ ফেরেনি মাটি মাফিয়া দুষ্কৃতিকারী যুবক। পুলিশের নাকা অভিযান পরেও রাতের অন্ধকারে সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবাধে পাচার হচ্ছিল মাটি। তৎপর ছিল পুলিশ প্রশাসন। রাতের অন্ধকারে মাটি পাচার করার অভিযোগে পাচার চক্রের মূলপাণ্ডাকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূল থানার দক্ষিণ গোপীনাথপুর এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল কাঁথি মনহরচক এলাকায় শেখ মুজেশ ও দক্ষিণ ডাউকি এলাকায় মানিক মেইকাপ। রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করেছে হেফাজতে থাকার নির্দেশ দেন। মাটি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জেলা পুলিশ সূত্রে জানাগেছে।

 

সূত্রের খবর , পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমুদ্র এলাকা থেকে অবাধে পাচার হচ্ছিল মাটি। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে এলাকার এক দাপুটে তৃণমূল নেতা ছিল। জুনপুট থানায় একাধিক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল আগেই। বাজেয়াপ্ত করেছিল মাটি পাচারে ব্যবহৃত ট্রাক ও জেসিপি।

আর ও পড়ুন     বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মাটি মাফিয়ারা। শনিবার বিকেলে জুনপুট উপকূল থানার দক্ষিণ গোপীনাথপুর গ্রাম থেকে অবৈধভাবে মাটি পাচার করছিল বেশ কয়েকজন দুস্কৃতিকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় হানা দেয়। পুলিশ আসার খবর পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় ২ পাচারকারী যুবক।

জুনপুট উপকূল থানার ওসি পলয় চন্দ্র বলেন ” অভিযান চালিয়ে মাটি পাচার করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি মাটি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে “।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top