হৃদরোগ কাটিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন, এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম ইকবাল

হৃদরোগ কাটিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন, এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম ইকবাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর—হৃদরোগ কাটিয়ে ফের বাইশ গজে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে চলা এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রামের হয়ে মাঠে নামবেন এই তারকা ওপেনার। বৃহস্পতিবার (৭ অগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তাঁর কাকা তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

চলতি বছরের মার্চে প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকদের পরামর্শে এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন।

এবার তাঁকে ঘরোয়া ক্রিকেটে ফিরতে দেখে উচ্ছ্বসিত ভক্তমহল। এনসিএল টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো হবে বগুড়া, রাজশাহী এবং সিলেটে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীতে। লিগ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা দিনরাতের ম্যাচ হিসেবে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।

তামিম ছাড়াও এবারের আসরে খেলবেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। গতবার তামিম খেলেছিলেন ৪টি ম্যাচ এবং মুশফিক ২টি ম্যাচ খেললেও মাহমুদউল্লাহ ছিলেন না। এবার তামিম চট্টগ্রামের হয়ে খেলবেন নিশ্চিত, মুশফিক রাজশাহীর বদলে সিলেটের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। মাহমুদউল্লাহ কোন দলের হয়ে খেলবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

তামিমের প্রত্যাবর্তন শুধু চট্টগ্রাম নয়, গোটা দেশের ক্রিকেট সমর্থকদের কাছেই এক আবেগঘন মুহূর্ত। এখন সকলের নজর তাঁর মাঠে ফেরার পারফরম্যান্সের দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top