ভাইরাল – সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (SCO) শীর্ষ সম্মেলনের পর মঙ্গলবার চীনের বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। কিন্তু বৈঠক শুরুর আগেই ঘটে গেল এক বিব্রতকর ঘটনা, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, বৈঠকের সময় অনুবাদ শোনার জন্য হেডফোন পরতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন শাহবাজ় শরিফ। কখনও এক হাতে, কখনও দুই হাতে বারবার চেষ্টা করেও হেডফোন ঠিক মতো কানে লাগাতে পারছিলেন না তিনি। একাধিকবার সেটি পড়ে যাচ্ছিল, আর সেই দৃশ্য ধৈর্য ধরে পর্যবেক্ষণ করছিলেন পুতিন।
শেষপর্যন্ত পাক প্রধানমন্ত্রীর এই বিপাকে এগিয়ে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট স্বয়ং। নিজের হেডফোন হাতে তুলে নিয়ে ইশারায় দেখিয়ে দেন, কীভাবে কানে ঠিকভাবে লাগাতে হয়। পুতিনের এই “পাখি পড়ানো” স্টাইলের ইঙ্গিত দেখে কিছুক্ষণের মধ্যেই সফলভাবে হেডফোন পরে ফেলেন শাহবাজ়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হাসির বন্যা। অনেক নেটিজেন শাহবাজ় শরিফকে ট্রোল করে মজার মিম বানিয়েছেন। কেউ লিখেছেন, “প্রধানমন্ত্রী না কি প্রাইমারি স্কুলের ছাত্র?” আবার কেউ মন্তব্য করেছেন, “পুতিনও শেষমেশ হাল ছেড়ে দিলেন, শিক্ষকের মতো ইশারা করেই কাজ চালালেন!”
এই ঘটনার ফলে একদিকে যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিব্রতকর অবস্থা প্রকাশ্যে এসেছে, তেমনই পুতিনের ধৈর্য এবং হাস্যরসাত্মক আচরণও নেটিজেনদের নজর কেড়েছে।
