হেরিটেজের তকমা নিয়ে সব মহিমায় বিরাজমান কোচবিহার কোতয়ালী থানার শ্যামা পূজো। রীতিমেনে প্রতি বছরের মত এই বছরও কোচবিহার কোতোয়ালি থানায় কালী পূজার আয়োজন করা হয়েছে। কোচবিহার কোতোয়ালি থানাযর কালীপুজোর শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এছাড়াও উদ্বোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আই.সি. অমিতাভ দাস সহ অন্যান্য আধিকারিকরা।
কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরাও থানার এই কালীপুজোর অংশ নেন।
উল্লেখ্য, বহু আগে থেকেই কোচবিহার কোতোয়ালি থানায় এই পুজো হয়ে আসছে সময় ও কালের নিয়মে এই পুজোর জৌলুস বৃদ্ধি পেয়েছে। কালীপূজো আসলেই থানা চত্বর সেজে ওঠে হরেক রকম আলোকসজ্জায়। বহু বছরের ইতিহাস বহন করে আসছে কোচবিহারের কোতোয়ালী থানা, যা হেরিটেজের তকমা নিয়ে সব মহিমায় বিরাজমান।
আরও পড়ুন – শিলিগুড়িতে ভাইফোটার বাজারে শাকসবজি ,মাছ মাংসের অগ্নিমূল্য
উল্লেখ্য, রীতিমেনে প্রতি বছরের মত এই বছরও কোচবিহার কোতোয়ালি থানায় কালী পূজার আয়োজন করা হয়েছে। কোচবিহার কোতোয়ালি থানাযর কালীপুজোর শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এছাড়াও উদ্বোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আই.সি. অমিতাভ দাস সহ অন্যান্য আধিকারিকরা। কোচবিহার জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরাও থানার এই কালীপুজোর অংশ নেন।
উল্লেখ্য, বহু আগে থেকেই কোচবিহার কোতোয়ালি থানায় এই পুজো হয়ে আসছে সময় ও কালের নিয়মে এই পুজোর জৌলুস বৃদ্ধি পেয়েছে। কালীপূজো আসলেই থানা চত্বর সেজে ওঠে হরেক রকম আলোকসজ্জায়। বহু বছরের ইতিহাস বহন করে আসছে কোচবিহারের কোতোয়ালী থানা, যা হেরিটেজের তকমা নিয়ে সব মহিমায় বিরাজমান।