হেলা করবেন না দাড়ি-গোঁফকে, ঘরোয়া উপায় যত্ন নিন নিজের দাড়ি-গোঁফের

হেলা করবেন না দাড়ি-গোঁফকে, ঘরোয়া উপায় যত্ন নিন নিজের দাড়ি-গোঁফের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭জুলাই ২০২১: অনেকেই থাকেন দাড়ি-গোঁফ এর ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নেন না। অবহেলা করেন।কিন্তু সেটা করা একদম উচিত নয়। ঘরোয়া উপায় কিছু নিয়ম মেনে চললেই যত্ন নেওয়া যায়। একনজরে দেখে নিন কিভাবে।
বাড়িতে দাড়ি-গোঁফের যত্ন নেবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

দৈনন্দিন পরিচর্যা প্রয়োজন- যেভাবে প্রতিদিন খাবার খান, ঘুমান, সেভাবেই রোজকার প্রয়োজনীয় কাজের মধ্যেই থাকুক দাড়ি, গোঁফের যত্ন নেওয়া। নিয়মিত দাড়িতে শ্যাম্পু করা, বেয়ার্ড অয়েল লাগানো কিংবা দাড়ি ট্রিম করার পাশাপাশি শেপ বা স্টাইল সেট করার জন্য জেল রাখাতে পারে। বিশেষ করে যাঁরা বড় দাড়ি রাখেন, তাঁদের ক্ষেত্রে এই সবক’টি নিয়মই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসিয়াল হেয়ার গ্রোথের জন্য কোনও স্পেশ্যাল বেয়ার্ড অয়েল বা ক্রিম ব্যবহারের আগে অতি অবশ্যই নিজের স্কিন কোয়ালিটি বুঝে তারপর লাগান। নাহলে এর ফলে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে।
দাড়ি পরিষ্কার রাখুন- ফেসিয়াল হেয়ার বা দাড়ি পরিষ্কার রাখা কেবল হাইজিনের জন্য নয়, স্টাইলের ক্ষেত্রেও প্রয়োজনীয়। যাঁরা রোজ শেভ করেন না, তাঁরা অন্যান্য উপায়ে দাড়ি, গোঁফ পরিষ্কার রাখুন। নাহলে বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে। যার ফলে স্টাইলিশ দাড়ি পুরোটাই হয়তো কেটে ফেলতে হতে পারে। তাই চুলের মতো আলাদা করে দাড়িতেও শ্যাম্পু করুন, যাতে তেল-ময়লা জমে নোংরা না হয়।
নির্দিষ্ট সময়ান্তরে দাড়ি ট্রিম করুন- নির্দিষ্ট সময়ের মধ্যে দাড়ি ট্রিম করা খুবই জরুরি। এর দলে স্টাইল এবং দাড়ির শেপ দুটোই ভাল থাকে। যে ট্রিমার ব্যবহার করে দাড়ি ট্রিম করবেন, হাইজিন মেনে সেটাও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। মুখের আদল অনুযায়ী দাড়ির স্টাইল রাখুন। এক্ষেত্রে স্যালোন এক্সপার্টের পাশাপাশি ইন্টারনেটেও ভরসা রাখতে পারেন।
বেয়ার্ড অয়েল- দাড়ির স্টাইল বজায় রাখতে ‘বেয়ার্ড অয়েল’ লাগাতেই হবে। এর ফলে দাড়ি নরম থাকে। তার পাশাপাশি ফেসিয়াল হেয়ারের সঠিক যত্ন এবং পুষ্টিও হয়। নোংরা, ধুলোবালি, ময়লা কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণ অথবা অন্যান্য ইনফেকশন থেকেও আপনার দাড়িকে সুরক্ষিত রাখে এই বেয়ার্ড অয়েল।
তবে অব্যশই যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। ভালো থাকুন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top