দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে কে কে ছিলেন? জানুন বিস্তারীত। তাতে সওয়ার ছিলেন ১৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এখন পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থা তাদের। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও মৃতদের পরিচয়ই সেভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, তিন বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে গিয়েছে তামিলনাড়ুর প্রশাসনিক কর্তাদের একটি দল।
জানা যায়,এদিন দুপুরে সুলুরের সেনাঘাঁটি থেকে উড়েছিল এমআই সিরিজের ওই চপার। ওয়েলিংটনে সেনাঘাঁটির উদ্দেশে রওনা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই নীলগিরিতে ভেঙে পড়ে সেটি। এমআই কপ্টারটিতে সওয়ার ছিলেন, জেনারেল বিপিন রাওয়াত, শ্রীমতী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিডার, এসএম, ভিএসএম, লেফটেনান্ট কর্নেল হরজিন্দর সিং, এনকে গুরুসেবক সিং, এনকে জিতেন্দ্র কুমার, বিবেক কুমার, বি সাই তেজা, হাবিলদার সৎপালতাছাড়াও কপ্টারে ছিলেন আরও পাঁচ জন কর্মী। ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া বেরিয়ে আসছে। আগুন জ্বলছে। ঘটনার কথা প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই নিয়ে জরুরি বৈঠকে বসেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।
আর ও পড়ুন ভেঙ্গে পড়লো সেনা কপ্টার, আশঙ্কাজনক বিপিন রাওয়াত, উদ্ধার ১১ টি দেহ
তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়েছে সেনার হেলিকপ্টার। কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। তবে এর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছেন বিপিন রাওয়াত। জানা যায়, ২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনার চিতা হেলিকপ্টার। তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সেই ঘটনার ৬ বছর বাদে ফের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়লেন বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি। নাগাল্যান্ডের ডিমাপুর জেলার রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে উড়েছিল সেনার চিতা হেলিকপ্টার। তাতে বিপিন ছাড়াও ছিলেন আরও দুই সেনা আধিকারিক। তাঁরা হেলিকপ্টারের চালকের আসনে ছিলেন। হেলিপ্যাড থেকে উড়তেই আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে যায় চিতা হেলিকপ্টারটির। ২০ ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। কপ্টারের সওয়ারিদের সামান্য আঘাত লাগে। প্রাণে বেঁচে যান বিপিন রাওয়াত সহ তিনজনই।
উল্লেখ্য, তামিলনাড়ুতে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর চপার। তাতে সওয়ার ছিলেন ১৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত। এখন পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থা তাদের। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও মৃতদের পরিচয়ই সেভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, তিন বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছে গিয়েছে তামিলনাড়ুর প্রশাসনিক কর্তাদের একটি দল।