নিজস্ব সংবাদদাতা ১৬ মার্চ ২০২১কোলকাতা: নিউমার্কেট এলাকার একটি হটেলের ঘর থেকে দেহ উদ্ধার হয়।
১৪তারিখে শিলিগুড়ি থেকে কলকাতায় এসে এই হোটেলে ওঠে। একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার। বাবা-মা-ছেলের দেহ উদ্ধার। বানশাল পরিবারের ব্যাগের ব্যবসা ছিল বলেই পুলিশ সূত্রে খবর।ব্যবসায়িক কারণে বাজারে প্রচুর দেনা ছিল, আর সেই কারনেই আত্মহত্যা বলেই প্রথমিক ভাবে অনুমান পুলিশের। ঘটনাস্থলে পুলিশ।