হোয়াইট হাউসে ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কিনবে না ভারত?

হোয়াইট হাউসে ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কিনবে না ভারত?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




বিদেশ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না এবং এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প বলেন, “মোদি আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। আমরা চাই, চিনও একই পথে হাঁটুক।” ট্রাম্পের বক্তব্যে মার্কিন প্রশাসনের অসন্তোষের কারণও স্পষ্ট—ভারতের রাশিয়া থেকে তেল কেনা।

তবে নয়াদিল্লি এখনও স্পষ্টভাবে প্রতিক্রিয়া দেয়নি। ভারতের অবস্থান হলো, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকেই কেনা হবে। ট্রাম্প প্রশাসন একদিকে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে প্রথম দফায়, আর রাশিয়ার তেল কেনার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। মার্কিন যুক্তি হলো, ভারতের রাশিয়া থেকে তেল কেনার ফলে ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে মস্কো।

ভারত এই দাবি উড়িয়ে দিয়েছে। যুক্তি হলো, ইউরোপীয় ইউনিয়ন, চীনও রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল কিনছে এবং আমেরিকাও রাশিয়ার পণ্যে পিছিয়ে নেই। এছাড়া ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদি দেশকে শক্তি উৎপাদনে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছিলেন। তাই ভারত সম্ভবত নিজের স্বার্থ ও জাতীয় শক্তি নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেবে। মার্কিন প্রেসিডেন্টের দাবির সত্যতা এবং ভারতের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে কেবল নয়াদিল্লির প্রতিক্রিয়া জানার পর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top