বিশ্ব – বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যক্তিগত যোগাযোগ হোক কিংবা অফিসের জরুরি ফাইল আদান-প্রদান— এই মেসেজিং অ্যাপ ছাড়া যেন চলেই না। এবার ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ: ‘স্ট্যাটাস শেয়ার’।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের স্ট্যাটাস অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, আবার অন্যের স্ট্যাটাসও নিজেদের অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন। মেটার মালিকানাধীন অ্যাপটি ইতিমধ্যেই স্ট্যাটাসে রিঅ্যাক্ট করার সুবিধা এনেছে, এবার শেয়ার বাটন সংযোজন আরও এক ধাপ এগিয়ে নেবে ব্যবহারকারীর মিথস্ক্রিয়াকে।
তবে এ ফিচার ব্যবহারে কিছু শর্তও থাকবে। স্ট্যাটাসদাতা যদি ‘Allow Sharing’ অপশন চালু না করেন, তাহলে অন্য কেউ তা শেয়ার করতে পারবেন না।
একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হোয়াটসঅ্যাপ শেয়ারড স্ট্যাটাসে মূল পোস্টদাতার নাম দেখা যাবে না, যা ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে। যদিও আগে স্ট্যাটাসে কাউকে মেনশন করলে সে-ই শুধু তা শেয়ার করতে পারত, নতুন এই ফিচারটি অনেক বেশি উন্মুক্ত ও সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সুবিধাটি কবে থেকে সবার জন্য উন্মুক্ত হবে, তা জানতে আগ্রহে প্রহর গুনছেন ব্যবহারকারীরা
