নিজস্ব সংবাদদাতা , কলকাতা : চলতি মাসের গত 5 তারিখে লেকটাউনের বাসিন্দা অংকুর গর্গ নামে এক ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ করেন, যে কোনও এক ব্যক্তি তাকে ফোন করে বিদেশে থাকা তার এক দূর সম্পর্কের ভাইয়ের পরিচয় দিয়ে 8 লাখ টাকা চায় এরপর ওই অভিযোগকারী সেই টাকা দিতে রাজি না হলে, বিদেশে থাকা তার দুঃসম্পর্কের ভাইয়ের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে লেকটাউনের ওই ব্যক্তিকে আবার মেসেজ করা হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই প্রতারক চক্র বলে যে তার ভাই বিপদে আছে এবং এই টাকাটা খুব দরকার। এরপর লেকটাউনের বাসিন্দা অংকুর গর্গ তার ভাই বিপদের মধ্যে শুনে ৮ লাখ টাকা ব্যাংক একাউন্টে দিয়ে দেয়। পরবর্তীকালে ওই নাম্বারে আর কোনও ভাবে যোগাযোগ করতে পৰ যায়নি। এরপর লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ করেন অংকুর বাবু । সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে গতকাল তিনজনকে বালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃত তিনজনের নাম ভবেশ মেহতা, নিলেন নিমাভাত ও দয়াল পঞ্চমীয়া।ধৃত তিনজনকে আজ বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হবে এবং 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এমনটাই সূত্রের খবর।
হোয়াটসঅ্যাপে ভুয়ো আকাউন্ড খুলে লক্ষাধিক টাকার প্রতারণা
হোয়াটসঅ্যাপে ভুয়ো আকাউন্ড খুলে লক্ষাধিক টাকার প্রতারণা
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram