হোলির আগে নতুন ট্যুর প্যাকেজ ঘোষণা পূর্ব রেলের। গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে একটু অন্যরকম ভাবেই কেটেছিল সকলের দোল উৎসব। কিন্তু এ বছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই দোল উৎসবকে ঘিরে মানুষের উদ্দীপনাও রয়েছে চোখে পড়ার মতো। এই মাঝেই ভ্রমন পিপাসুদের জন্য খুশির খবর। হোলির আগেই ফের নতুন চমক ভারতীয় রেলের। হোলিতে রেলের বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করলো পূর্ব রেল।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল। সেই সঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ। গ্রাহকদের জন্যে বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ।
আগামী ২০শে মে এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা। ভারতীয় রেল সুত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে দার্জিলিং ও গ্যাংটকের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে দার্জিলিং ডায়েরিস নামের ট্যুর প্যাকেজে ৫ রাত্রি ও ৬ দিন ধার্য করা হয়েছে। এই কয়েকদিনে দার্জিলিং-মঙ্গপু-মিরিক লেক ঘুরতে পারবেন ভ্রমনকারীরা।
দার্জিলিং ঘোরার যাত্রা শুরু হবে সামনের মাসের ২০ মে তারিখ থেকে। এতে যাত্রীদের জনপ্রতি ২০,৭৬০/- খরচ হবে। এছাড়াও ২০ তারিখেই গ্যাংটক যাত্রাতে জনপ্রতি ২০,৭৫০/- খরচ হবে যাত্রীদের। ৫ রাত্রি ও ৬ দিনের এই ভ্রমণে কেরালার গ্যাংটক-তসমগ লেক-নামচি-বাবাধাম ঘুরতে পারবেন যাত্রীরা।রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর ৯০০২০৪০০২০ / ৯০০২০৪০১২৬। এছাড়াও www.irctctourism.com থেকে বিস্তারিত জানতে পাবেন। এছাড়াও রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেই জানাচ্ছে রেল।