‘হোলি স্মোকস’, ম্যাচ শেষের পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্টে কম্যান্ট পিটারসেনের

‘হোলি স্মোকস’, ম্যাচ শেষের পর বিরাট কোহলির ইনস্টাগ্রাম পোস্টে কম্যান্ট পিটারসেনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭ ডিসেম্বর, প্রতিবারের মতোই এবারেও বিরাট কোহলি সামনে থেকেই নেতৃত্ব দিলেন। লোকেশ রাহুলের সঙ্গে মিলে বিরাট কোহলিই ভারতকে জয়ের পথে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত টিকে থেকে উইনিং ছক্কাটাও হাঁকালেন তিনিই। শুক্রবার হায়দ্রাবাদে ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ-এর প্রথম টি২০ লেখা থাকল বিরাট কোহলির নামেই। যদিও অল্পের জন্য মিস হয়ে গেল টি২০ সেঞ্চুরি।

তারপরই বিরাট কোহলি কিছু ছবির সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘দারুণভাবে সিরিজ শুরু হল। আজকের জয় থেকে অনেক কিছু সদর্থক দিক উঠে এল।” এদিন ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি, যেটা এই ম্যাচের সেরা ইনিংস ছিল।এই পোস্ট দেখে পিটারসেন লেখেন, ‘‘ ভাই! এ দিন তোমার ফ্লিকগুলোতে চমৎকার ছিল! হোলি স্মোকস।” পরপর ছক্কা হাঁকিয়ে বিরাট কোহলি ভারতের হাতে জয় তুলে নেন। ছয় উইকেটেই ম্যাচ জিতে নেয় ভারত। যার ফলে তিন ম্যাচের টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top